“ইউরোপের সোনালি দিনগুলি” বই এর ফ্ল্যাপের কথা: কৈশোরে মুজতবা আলীর চাচা কাহিনী কিংবা কায়রো ভ্রমণ মনের মধ্যে গেঁথে গিয়েছিল। পড়ন্ত যৌবনে দুনিয়া ঘুরে গতানুগতিক কোনো ভ্রমণ কাহিনীর বাইরে লেখায় হাতখড়ি। পড়াশুনার ফাঁকে ফাঁকে তুরিন, ইটালিতে অবস্থানকালীন সময়ে যুক্তরাজ্য সহ ইউরোপের ১৪টি দেশে ভ্রমণ করার সুযোগ হয়। নিজের ৩টি সন্তান সহ ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা করে প্রয়াত বন্ধু উৎপলের পরামর্শে বইখানি লেখার শুরু হয়। আজ একুশে বই মেলায় প্রকাশিত হচ্ছে ভাবতেই ভালো লাগছে। আশা করি যারা সীমিত বাজেটে একাকী কিংবা পরিবার নিয়ে প্রকৃতির অন্যতম সুন্দর মহাদেশ ইউরোপ বেড়াতে চান বইটি তাদের অনেক কাজে লাগেবে।