"ইন দ্য করিডোর অব পাওয়ার ফ্রম পাকিস্তান টু বাংলাদেশ" বইটির সম্পর্কে কিছু কথা: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের ইস্টার্ন কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি যুদ্ধের পর নিজের স্বপক্ষে একটি বই লিখেন। বইটির নাম ‘দ্য বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তান'। বইটিতে যেসব আলােচনা নিয়াজি করেছেন সেগুলাের মধ্যে মূলত তিনটি বিষয় প্রাধান্য পেয়েছে। প্রথমটি হচ্ছে দ্বিজাতিতত্ত্ব, দ্বিতীয়টি হলাে যােদ্ধাজাতি বিষয়ক এবং তৃতীয়টি হলাে নিজেকে বিশ্বের শ্রেষ্ঠ সেনানায়কদের মধ্যে একজন বলে দাবী করা। এই বইটির পক্ষে কেউ কেউ বললেও বইটি নিয়ে আক্ষরিক অর্থেই গবেষণামূলক সমলােচনাও হয়েছে। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারতপাকিস্তান ভাগ হয়নি। পাকিস্তান আর পূর্ব বাংলা মূলত আলাদা আলাদাভাবে স্বাধীন হতে চেয়েছিল। অর্থাৎ তিনটি স্বাধীন দেশ হওয়ার কথাই প্রথমে ছিল। যােদ্ধাজাতির ব্যাপারটিও সত্য নয়। তৃতীয়ত নিয়াজির রণকৌশল নিয়েও প্রচুর সমালােচনা আছে। সেসব বক্তব্যের সম্মিলিত রূপ এবং কিছু ব্যক্তির চাক্ষুষ স্মৃতিচারণের অনুবাদের পরিমার্জিত রূপ এই গ্রন্থ। আশা করি পাঠকদের ভালাে লাগবে। আল্লাহ্ সবার মঙ্গল করুন।
Title
ইন দ্য করিডোর অব পাওয়ার ফ্রম পাকিস্তান টু বাংলাদেশ