"সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা" বইয়ের সংক্ষিপ্ত কথা: আধুনিক রাষ্ট্রব্যবস্থা মানব সভ্যতার একটি পরিশীলিত কাঠামাে। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের ইতিহাস মানব সভ্যতার ক্রম অগ্রগতির ইতিহাস। রাষ্ট্রব্যবস্থা মানব ইতিহাসের মতাে পুরনো। অতীতের মতােই বিভিন্ন ধারায়, শাখা-প্রশাখায় পরিব্যাপ্ত হয়েছে রাষ্ট্রচিন্তার ইতিহাস। একজন রাষ্ট্রচিন্তাবিদের রাজনৈতিক চিন্তা আর একটি রাজনৈতিক চিন্তাধারার বিকাশ ঘটিয়েছে। এভাবে বাদ (Thesis), প্রতিবাদ (Antithesis) এবং সম্বাদ (Synthesis) এর চিরন্তন আবর্তন প্রক্রিয়ায় সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার দৃশ্যমান পাটাতন বিনির্মিত হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান এমএসএস কোর্সের শিক্ষার্থীদের কাছে পেশকৃত এই গ্রন্থ সেই নির্মাণেরই সম্মিলিত সংস্করণ। সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা একবিংশ শতাব্দীর মানুষদের কল্যাণ চিন্তায় নিমগ্ন হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এবং আজকের তথ্য বিপ্লবের যুগে সমান্তরালভাবে অগ্রগতি লাভ করছে ‘সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা'। সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা (Recent Political Thought) গ্রন্থটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এমএসএস চূড়ান্ত পর্বের শিক্ষার্থীদের জন্য প্রণীত সিলেবাস অনুযায়ী রচিত। এই গ্রন্থটি কোনাে মৌলিকত্ব দাবি করছে না। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের প্রয়ােজনই আমার ও প্রকাশকের শ্রমের নিরন্তর প্রেরণা। গ্রন্থটি তাদের প্রয়ােজন পূরণ করবে। সিলেবাসের ক্রমধারা অনুযায়ী অধ্যায়সূচী সন্নিবেশিত হয়েছে। সিলেবাস অনুযায়ী সবদিকগুলাে আলােচনায় নিয়ে আসা হয়েছে। ফলে গ্রন্থখানি সুধী অধ্যাপক মণ্ডলী ও প্রাণপ্রিয় শিক্ষার্থীদের নিকট সমাদৃত হবে।
Title
সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা মাস্টার্স শেষ বর্ষ বিষয় কোড-৩১১৯০১