“ছোটদের রাজনীতি ও অর্থনীতি" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ অধ্যাপক নীহারকুমার সরকার কিশাের বয়সেই বিপ্লবী আন্দোলনে। যােগ দেন এবং ছাত্রজীবনের বেশির ভাগ কারাগারে ও অন্তরীণে কাটান। তিনি অর্থনীতিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীর এম.এ. ও লন্ডন বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট। তিনি ভারতবর্ষে ও ভারতবর্ষের বাইরেও নানা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। ১৯৫৭ সালে রাষ্ট্রসংঘ থেকে আমন্ত্রিত হয়ে তিনি নিউইয়র্কে রাষ্ট্রসংঘের গবেষণা বিভাগের সঙ্গে যুক্ত হন। ১৯৬৬ সালে রাষ্ট্রসংঘের এশিয়া কেন্দ্র ব্যাংককে বদলি হয়ে তিনি প্রাচ্য দেশসমূহের অবস্থা সম্পর্কে গবেষণারত থাকেন। ১৯৭৫ সালে রাষ্ট্রসংঘ থেকে অবসর গ্রহণ করে তিনি দিল্লীতে ভারত সরকারের। শ্রম বিভাগের ন্যাশনাল লেবার ইনস্টিটিউটের গবেষণা বিভাগের। অবৈতনিক উপদেষ্টারূপে কাজ করেন। তিনি রাজনীতি ও অর্থনীতি প্রসঙ্গে ইংরেজি ও বাংলায় বহু প্রসিদ্ধ গ্রন্থের রচয়িতা। তার কোন কোন গবেষণামূলক গ্রন্থ রাষ্ট্রসংঘ এবং বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে। তার লেখা সর্বাধিক পঠিত দুটি বিশিষ্ট গ্রন্থ হল- ছােটদের রাজনীতি ও ছােটদের অর্থনীতি। গ্রন্থ দুটি ১৯৪২ সালে রাজনীতিতে প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষালাভের উপযুক্ত করে লিখিত ও মুদ্রিত হয়। তখন থেকে আজ ৫০ বছর অধিককাল বহুতর সংস্করণের মধ্য দিয়ে বই দুটি রাজনীতি ও অর্থনীতির সহায়ক গ্রন্থ হিসেবে অপ্রতিদ্বন্দ্বীর মর্যাদা পেয়ে আসছে।