“দ্য গড অব স্মল থিংস" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ নিখুঁত বাস্তবসম্মত চেতনা থেকে বললে এটা। বলাই সম্ভবত সঠিক-ভুবে যে এর সবকিছুই শুরু হয়েছিল যখন সােফি মল এলাে । আয়েমেনেমে। হয়তাে এটা সত্যি ই যে। ' ঘটনাবলী একদিনেই পরিবর্তিত হতে পারে। মাত্র কয়েকটি ঘণ্টা সারাজীবনের ঔপর। ফেলতে পারে প্রভাব। আর যখন সেটা খুঁটে, ওই কয়েকটি ঘণ্টার প্রভাব, একটা অগ্নিদগ্ধ । বাড়ির অবশিষ্টাংশের মতাে অঙ্গারে পরিণত। ঘড়ি, স্বাক্ষরিত ফটো, ঈষদগ্ধ। আসবাবপত্র-অবশ্যই ধ্বংসস্তুপ ঘেঁকে। পুনরুথিত ও পরীক্ষিত হবে। সংরক্ষিত। হিসাব-নিকাশের জন্যে। ছােট ছােট ঘটনা, সাধারণ বস্তু, গুড়িয়ে গেছে আর আবারাে। 'সংবিধিবদ্ধ হয়েছে। নতুন অর্থে রঞ্জিত। হয়েছে। হঠাৎই সেগুলাে পরিণত হয়েছে। একটা গল্পের সােনালি অস্থিতে...তবুও, বলতে হয় যে এর সবকিছুই আয়েমেনেমে সােফি মলের আগমন থেকে আরম্ভ হয়েছিল এটা এর। দিকে দৃষ্টিপাত করার মাত্র একটা রাস্তা... তুর্ক করা যেতে পারে যে আসলে এর সূচনা। হয়েছিল হাজার হাজার বছর আগে।। মার্ক্সবাদীদের আসারও অনেক আগে। বৃটিশরা। মালাবার দখলের আগে, ডাচ কর্তৃত্বের আগে,। ভাস্কো দা গামা’র আগমনের আগে, জামােরিনের কালিকট অধিকারের আগে।। নৌকায় চড়ে খৃস্টত্ব আসা এবং টি-ব্যাগ থেকে। চা ছড়িয়ে পড়ার মতাে কেরালায় ছড়িয়ে পড়ার 'আগে। এটা বস্তুত শুরু হয়েছিল সেইসব দিনে। যখন ভালােবাসার আইন তৈরি হয়েছিল। সেই আইন যাতে লেখা হয়েছে কাকে ভালােবাসতে হবে, এবং কিভাবে। এবং কতটুকু। যাই হােক না কেন, বাস্তব উদ্দেশ্যে, একটা নৈরাশ্যব্যাঞ্জক বাস্তব ঘৃথিবীতে... সেই দিনটা। ছিলাে ডিসেম্বর উনসত্তর-এর (উনিশ শ’ নীরব) আকাশনীল দিন। একটা আকাশনীল। প্লাইমাউথ টেইলফিনে রােদ মেখে, সদ্য-গজানাে ধানক্ষেত আর পুরনাে রবার গাছ দ্রুত। পিছনে ফেলে, যাচ্ছিলাে তার গন্তব্য কোচিমের দিকে......
প্রমিত হােসেন জন্ম :১৬ এপ্রিল ১৯৬১ জন্মস্থান : ঝিনাইদহ বাবা : ইতেজাদ হােসেন (১৯২৭-১৯৮০)। মা : সাহেরা বেগম (১৯৩৭)। শিক্ষা : স্নাতকোত্তর ডিগ্রি ১৯৮৬ (মস্কো)। পেশা : লেখালেখি, সাংবাদিকতা। সাংবাদিকতা ও লেখালেখিকে সার্বক্ষণিক পেশা হিসেবে গ্রহণের আগে ছেড়ে এসেছেন বিভিন্ন ধরণের আরাে পাঁচটি পেশা। প্রকাশিতব্য গল্পগ্রন্থ : শয়তান এবং মিশ্ৰমাধ্যমের কাজ প্রকাশিতব্য প্রবন্ধগ্রন্থ : যেদিন আমরা কোদালকে কোদাল বলতে পারব ।। প্রকাশিত অনুদিত গ্রন্থ : অরুন্ধতি রায়ের দ্য। গড অব স্মল থিংস, এ্যান্ড্রু মর্টনের মনিকাস। স্টোরি, গুন্টার গ্রাসের দ্য টিন ড্রাম, সালমান রুশদির মিডনাইট’স চিলডেন, গাও ঝিংজিয়ান-এর সােল মাউন্টেন, শােভা দের স্টারি নাইটস, ইয়াসুনারি কাওয়াবাতার স্নাে কান্ট্রি, এ পি জে আবদুল কালাম-এর উইংস অব ফায়ার, মার্গারেট অ্যাটউড-এর দ্য ব্লাইন্ড অ্যাসাসিন, মারে লেইনস্টার-এর। সাইডওয়াইজ ইন টাইম। প্রকাশিতব্য অনূদিত গ্রন্থ : গুন্টার গ্রাসের ক্যাট। অ্যান্ড মাউস, ইমরে কেরতেজ-এর। ফেইটলেস, পিটার ক্যারির টু হিস্টরি অব দ্য। কেলি গ্যাং। প্রমিত হােসেন Vulgar Reality ধারার গল্প ও উপন্যাস লেখক। বিশ্ব সাহিত্য ও শিল্পকলা। বিশ্লেষক। চীন, জাপান, রাশিয়া ও লাতিন আমেরিকান গল্পের অনুবাদক। রুশ সাহিত্যে বিশেষজ্ঞ। কবিতার সাথেও সম্পর্কিত এবং প্রাবন্ধিক। বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা। সেই সূত্রে জন্ম থেকেই ঘুরেছেন দেশের বিভিন্ন অঞ্চল।। সাহিত্য বিষয়ে উৎসাহ পেয়েছেন মায়ের কাছ থেকে। ছােটবেলায় সান্নিধ্য পেয়েছিলেন পৃথিবীবিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের।