"আত্মশুদ্ধি (প্রায় ৭০টি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা, নিরাময় ও প্রতিকারসহ)" বইয়ের সংক্ষিপ্ত কথা: শারিরীকভাবে আমরা কিছুটা অসুস্থ হলেই দৌড়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশান অনুসারে ওষুধ সেবন করি। প্রয়োজনে অপারেশান কিংবা ক্যামোথেরাপি পর্যন্ত নিই৷ আর এর জন্যে নিজের কষ্টার্জিত ধন-সম্পদ খরচ করতেও দ্বিধা বোধ করি না। আচ্ছা, দেহের সুস্থতার জন্যে আমরা যতটা দৌড়ঝাঁপ করি, অন্তরের সুস্থতার জন্যে কি তার সিকিভাগও করি? অথচ আল্লাহ তাআলা বলেছেন, "নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে৷ আর সে ব্যর্থ হয়েছে, যে তাকে কলুষিত করেছে।" (সূরা শামস : ৯-১০)। . অন্তর হচ্ছে মানুষের মূল চালিকাশক্তি। যখন অন্তর ঠিক থাকে, তখন জীবনটা সতেজতায় ভরে যায়। কিন্তু অন্তর যখন রোগাক্রান্ত হয়ে যায়, তখন গোটা জীবনটাই বিষণ্ণতায় ছেয়ে যায়। রাসূল স. বলেছেন, "জেনে রাখো, শরীরের মধ্যে একটি গোশতের টুকরো আছে। যখন তা ঠিক হয়ে যায়, তখন পুরো শরীরই ঠিক হয়ে যায়। আর যখন তা খারাপ হয়ে যায়, তখন পুরো শরীরটাই খারাপ হয়ে যায়। জেনে রাখো, সে গোশতের টুকরোটি হলো অন্তর।" (বুখারি, ১/৫০)। . দেহের যেমন রোগ আছে, রোগের প্রতিকার আছে, ঠিক তেমনই অন্তরেরও রোগ আছে আর সেগুলোর প্রতিকার আছে। তবে দেহের রোগ যদিও মেডিসিন, অপারেশান, ক্যামোথেরাপির মাধ্যমে সারানো যায়, কিন্তু অন্তরের রোগ এ পদ্ধতিতে সারানো যায় না৷ দেহের রোগ যদিও ডায়াগননিসের মাধ্যমে নির্ণয় করা যায়, কিন্তু অন্তরের রোগ এ পদ্ধতিতে নির্ণয় করা যায় না। তাহলে অন্তরের ব্যাধিগুলোর প্রতিকার কী উপায়ে হতে পারে? অন্তরের রোগ ও তার প্রতিকার বিষয়ে আমাদের পূর্বসূরিগণ বিস্তর কাজ করে গেছেন। উত্তরসূরিদের জন্যে রেখে গেছেন সুস্পষ্ট দিকনির্দেশনা। আত্মিক ব্যাধি ও তার প্রতিকার সম্পর্কে "উয়ূবুন নাফসি ওয়া মুদাওয়াতুহা" একটি উল্লেখ্যযোগ্য কিতাব। কিতাবটি লিখেছেন পঞ্চম শতাব্দীর বিখ্যাত আলিম আবূ আবদুর রহমান আস-সুলামী রাহিমাহুল্লাহ। লেখক তার বইতে সত্তরটির মতো আত্মিক ব্যাধি ও তার প্রতিকার নিয়ে আলোচনা করেছেন। প্রতিকার বর্ণনার ক্ষেত্রে কুরআন-সুন্নাহকে প্রাধান্য দিয়েছেন। যারা অন্তর পরিশুদ্ধ অবস্থায় মহামহিম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান, বইটি হতে পারে তাদের জন্যে চমৎকার উপহার৷
আবদুল্লাহ আল মাসউদ এই পৃথিবীতে চোখ মেলেছেন ১৯৯২ সাল ১৬ জানুয়ারি। জন্মস্থান নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কেশারখিল গ্রামে। মক্তব গমনের মধ্য দিয়ে তার পড়ালেখার হাতেখড়ি। এরপর ক'বছর নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা। তারপর ঢাকার টিকাটুলি জামে মসজিদে অবস্থিত 'তাহফীজুল কুরআন মাদরাসায়' ভর্তি হন এবং সেখান থেকেই হিফজ সমাপন করেন। এরপর ভর্তি হন ঢাকার বিখ্যাত ধর্মীয় বিদ্যাপীঠ যাত্রাবাড়ি বড় মাদরাসায়। সেখান থেকেই অত্যন্ত কৃতিত্বের সঙ্গে তাকমীলে হাদীস সমাপন করেন এবং মাদরাসাসমূহের সম্মিলিত শিক্ষাবোর্ড 'আলহাইআতুল উলইয়া'- এর কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকায় ১২তম স্থান অর্জন করেন। তারপর উক্ত প্রতিষ্ঠান থেকেই উচ্চতর হাদীস গবেষণা বিভাগ (উলূমুল হাদীস) এবং ইসলামি আইন ও গবেষণা বিভাগ (ইফতা)-এ অধ্যয়ন সমাপ্ত করেন। লেখালেখির সাথে যুক্ত আছেন অনেকদিন ধরে। অনুবাদের পাশাপাশি প্রবন্ধ ও গবেষণাধর্মী মৌলিক রচনাতেও তিনি মনোযোগী। মৌলিক, অনূদিত ও সম্পাদিত সব মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা বিশেরও অধিক। লেখালেখির মাধ্যমে ইসলাম ও মুসলিমদের খেদমতে তিনি বদ্ধপরিকর।