হিসাববিজ্ঞানের প্রথম সিঁড়ি বইটি তিনটি ভাগে বিভক্ত। বেসিক আলোচনা, অধ্যায় ভিত্তিক আলোচনা এবং প্রশ্ন উত্তর পর্ব। বেসিক আলোচনায় যা রয়েছে: হিসাববিজ্ঞানের দৃষ্টিতে মালিক, মূলধন, মালিকানা-স্বত্ব ও ব্যবসায় সত্তার ধারণা, ডেবিট, ক্রেডিট কি এদের অর্থ উৎপত্তি, সমীকরণ কিভাবে আসলো, কেন সম্পদ = দায় মালিকানা স্বত্ব হলো, আয় বাড়লে কেন ক্রেডিট হয়, ডেবিট হয় না কেন। হিসাববিজ্ঞানের বারটি ধারণা ও তার ব্যাখ্যা, কমন হিসাববিজ্ঞানের টার্ম ও শব্দগুলো নিয়ে ডিকশনারি, সমার্থক শব্দ, অংক করার সাধারণ নিয়ম ইত্যাদি।
অধ্যায় ভিত্তিক আলোচনায় যা রয়েছে: আর্থিক বিবরণী সহ বারটি কমন অধ্যায়। অধ্যায়গুলির সাধারণ নিয়ম। অংক ও অংকের সমাধান। সাজেসটেড বোর্ড প্রশ্ন। অবজেক্টিভ সাজেশন (উত্তরের ব্যাখ্যা সহ)।
প্রশ্ন-উত্তর পর্ব: এখানে রয়েছে জটিল ও বিতর্কিত বিষয়গুলোর ব্যাখ্যা ও যুক্তি। যেমন: নগদান বইয়ে কেন দুদিকে এখন ভা. নং লেখা হয়। ব্যাংক চার্জ কেন অ-পরিচালন ব্যয় নয়। চেক পেলে নগদ টাকার সামিল কেন চেঞ্জ হয়ে গেল। ক্রয় কখন ক্রেডিট হয়। মেসার্স, ট্রেডার্স, ব্রাদার্স মানে কি। হিসাববিজ্ঞানের অংকের ঘর কেমন হওয়া উচিত। বিডি, সিডি, বিও, সিও, বিএফ, সিএফ ইত্যাদির অর্থ ও ব্যাখ্যা। হিসাববিজ্ঞানের ইংরেজি Account Science না হয়ে কেন Accounting হলো। ইত্যাদি।
যাদের দরকার- ★ শিক্ষক যারা হিসাববিজ্ঞান পড়ান। ★ যারা নবম দশম শ্রেণীতে কমার্স নিয়েছেন। ★ যারা সায়েন্স থেকে কমার্সে এসেছেন। ★ যারা ভাইভা পরীক্ষায় বেসিকে ভালো করতে চান। ★ যারা স্কুল নিবন্ধনে অংশ নিচ্ছেন তাদের জন্য সহায়ক বা রেফারেন্স বই হিসাবে কাজ করবে। ★ যারা হিসাববিজ্ঞানে দখল কম থাকায় চাকরিতে প্রমোশন পাচ্ছেন না।
বইটিতে যা যা রয়েছে- ★ বেসিক ধারণা। ★ অংকের সাধারণ নিয়ম কানুন। ★ হিসাববিজ্ঞানের কমন শব্দগুলোর ডিকশনারি। ★ লেনদেন থেকে আর্থিক বিবরণী সহ ১২ টি অধ্যায়। ★ এসএসসি গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন। ★ নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের সমাধান। ★ এসএসসি অবজেক্টিভ সাজেশন ও বিসিএসের বইগুলোর মতো অবজেক্টিভের ব্যাখ্যা ★ জটিল বিষয়গুলো নিয়ে প্রশ্ন উত্তর পর্ব
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় একটি শহীদ পরিবারে তার জন্ম। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞানে বিবিএ ও এমবিএ সমাপ্ত করে তিনি বাংলাদেশের প্রথম সারির চার্টার্ড একাউন্ট্যান্ট ফার্ম ‘কে. এম. হাসান এন্ড কোং’ এ আর্টিকেলড হিসাবে কাজ শুরু করেন। কিন্তু তার সি.এ পড়া বেশিদিন দীর্ঘায়ত হয়নি। তারপর জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক হিসাবে জয়েন করেন। ছাত্র অবস্থাতেই তিনি BanglaVarsity নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেন। এই চ্যানেলের ভিডিওগুলো প্রতি মাসে এভারেজে ৯০,০০০ মিনিটেরও বেশি সময় স্টুডেন্টরা দেখে থাকেন। তাছাড়া তিনি বিজনেস স্টাডিজের সবচেয়ে বড় (প্রায় ১,০০,০০০ ফলোয়ার সমৃদ্ধ) ফেসবুক পেইজ ‘হিসাববিজ্ঞান টিউটোরিয়াল’ এর প্রতিষ্ঠাতা। ছোট বেলা থেকেই সাহিত্য ভালোবাসতেন। তার লেখা প্রায় অর্ধশত কবিতা বাংলাদেশের জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে (যুগান্তর, কালের কণ্ঠ, ডেসটিনি, কুমিল্লার কাগজ, সাপ্তাহিক রোববার ইত্যাদি) প্রকাশিত হয়েছে। ২০১০ সালে যুগান্তর স্বজন সমাবেশ থেকে পেয়েছেন ‘বর্ষামঙ্গল কবিতা পুরষ্কার’।