“আজকের বিতর্ক (প্রতিযোগিতামূলক বিতর্কের আদ্যোপান্ত)"বইটি সর্ম্পকে কিছু কথাঃ প্রতিযোগিতামূলক বিতর্কের নানা দিক নিয়ে বাংলা ভাষায় একটি পূর্ণাঙ্গ গ্রন্থ আজকের বিতর্ক: প্রতিযোগিতামূলক বিতর্কের আদ্যোপান্ত। যে কোনো পর্যায়ে একজন বিতার্কিক হিসেবে নিজেকে গড়ে তুলতে প্রস্তুতি হিসেবে যা কিছু জানা প্রয়োজন, সে সব বিষয়ে সামগ্রিক একটি ধারণা দেয়া হয়েছে এই গ্রন্থটিতে। বিষয় নির্বাচন থেকে শুরু করে যুক্তি নির্মাণ, যুক্তি খন্ডন, উচ্চারণ ও বাচনভঙ্গির মানোনড়বয়ন সম্পর্কে পাঠক এখানে বিশদভাবে জানতে পারবেন। প্রতিযোগীকে বিতর্কের অনুশীলনে অভ্যস্ত করাবার জন্য ১৫টি প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে যুক্তি এখানে ভেঙে ভেঙে দেখানো হয়েছে। সেই সাথে রয়েছে বিতর্কের জন্য জরুরি ৫০টি ধারণা নিয়ে সারসংক্ষিপ্ত আলাপ এবং ১০১টি সমকালীন বিতর্কের বিষয়ের একটি সমৃদ্ধ তালিকা। এই বইতে প্রমবারের মতো বাংলা ভাষায় লিপিবদ্ধ করা হয়েছে ব্রিটিশ সংসদীয় রীতির বিতর্কের নিয়মকানুন। এছাড়া বিতর্কের বহুল প্রচলিত অন্য তিনটি ধারার নিয়মকানুনও বিস্তারিতভাবে রয়েছে। বিতর্ক সংগঠক ও আয়োজকরাও উপকৃত হবেন বিতর্ক প্রতিযোগিতা আয়োজন, বিতর্কের বিষয় নির্ধারণ সংক্রান্ত আলোচনা থেকে। বর্তমান সময়ে জনপ্রিয় হয়ে ওঠা ট্যাবুলেশন সফটওয়্যার সম্পর্কেও জানা যাবে এই বইয়ের মাধ্যমে। বিতর্কের কর্মশালা আয়োজন করার জন্যও এটাকে তাই ব্যবহার করা যাবে আকরগ্রন্থ হিসেবে। প্রতিযোগিতামূলক বিতর্কের বাইরেও যুক্তির চর্চার বিকাশে ও সহিষ্ণু পৃথিবী নির্মাণে আগ্রহী যে কেউ, চায়ের আড্ডা থেকে শুরু করে রাষ্ট্রীয় কিংবা বৈশ্বিক নীতি নির্ধারণী তর্ক বুঝতে ও অংশ নিতে উৎসুক সকলে এই গ্রন্থটি থেকে বিপুল খোরাক পাবেন।