"গান লেখার সহজ পদ্ধতি" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ ‘চাষাদের মুটেদের মজুরের গরীবের নিঃস্বের ফকিরের আমারই দেশ সব মানুষের...' এই সুরের মুর্হণা যখন কানে আসে তখন অন্যরকম এক ভালােলাগায় হারিয়ে যাই। আমি শুধুমাত্র গানের একজন শ্রোতা। গীত রচনা কিংবা রীতিনীতি সম্পর্কে একেবারেই অজ্ঞ। তবুও বলছি এ বইটি খেলনা কিছু নয়। কারণ বইয়ের প্রথম গানের স্বরলিপি মনযােগ দিয়ে যখন বুঝতে চেষ্টা করছিলাম, মনে হলাে বুঝতে সক্ষম হয়েছি। এ বিষয়ে সামান্য কিছু পূর্ব অভিজ্ঞতা থাকলে আরাে ভালােভাবে আয়ত্ত করতে পারতাম। সে অর্থে বইটি গান লেখক ও গীতিকারদের জন্য গুরুত্বপূর্ণ। বইটি লিখেছেন প্রখ্যাত সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিক্ষক খাদেমুল ইসলাম বসুনিয়া। তিনি আমাদের মাঝে নেই। তার অপূরণ ইচ্ছাকে পূর্ণতা দেবার জন্য এই প্রকাশনা। তিনি এই বইয়ের মাধ্যমে বেঁচে থাকবেন কালান্তরে। বইটি প্রকাশে লেখক সহধর্মীনি মাের্শেদা বেগম ও কন্যা শারমিন ইসলাম মানিতার ভূমিকা অন্যতম। একইসাথে মুক্তিযােদ্ধা আকবর হােসেন, প্রফেসর মােহাম্মদ শাহ আলম, রেজাউল করিম মুকুল নিরলস শ্রম দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ। বইটি সঙ্গীত পিপাসুদের কাজে আসবে। মাসুদ রানা সাকিল প্রকাশক