"ইনকাম ফেইসবুক" বইয়ের ফ্ল্যাপের লেখা: ফেইসবুকের আসক্তি নিয়ে অভিভাবকসহ সবাই চিন্তিত। সময় নষ্ট হওয়ার একটি মাধ্যম হচ্ছে এ ফেইসবুক। কথা সত্য। আবার এটাও সত্য সকল কিছুরই ভালাে দিক এবং খারাপ দুটো দিকই থাকে। ভালাে দিকটি নিয়েই এ বইটাতে আলােচনা করা হয়েছে। শুধু ফেইসবুকের দক্ষতাসম্পন্ন ব্যক্তিকে এ দেশেরই বিভিন্ন কোম্পানি ২০-৭০ হাজার টাকা মাসিক বেতনে চাকরিতে নিয়ােগ করছে। ফেইসবুক মার্কেটিংয়ের সেই সব দক্ষতার কারণে দেশের বিভিন্ন প্রান্তে বসে উদ্যোক্তা হয়ে কিংবা অনলাইনে ঘরে বসেই মাসে লাখ লাখ টাকা আয় করছে। ফেইসবুকের নেশাকে ইনকামের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহারের জন্য এ বইটিতে পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়া হয়েছে। ফেইসবুক মার্কেটার হতে হলে যা যা দক্ষতা থাকতে হবে-লিড সংগ্রহ, লিড পরিচর্যা, সেলস ফানেল, কনটেন্ট ডেভেলপ, সম্ভাব্য ক্রেতার আচরণ অ্যানালাইস, নিউজ ফিড অ্যালগরিদম, সঠিক অডিয়েন্স টার্গেটিং, পেইড অ্যাডভার্টাইজিং, রিমার্কেটিং টেকনিক, সােশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়া, ক্যাম্পেইন রিপাের্টিং পর্যবেক্ষণ, কম্পিটিটর অ্যানালাইস। এসব বিষয়ে দক্ষতা থাকলে যে কারও পক্ষে অনলাইনে ইকমার্স বিজনেস, অ্যাফিলিয়েশন কিংবা মার্কেটপ্লেসে কাজ করেও প্রচুর ইনকাম করা সম্ভব। ইনকাম ফেইসবুক বইটিতে বিষয়গুলাে সুন্দর করে বর্ণনা করা হয়েছে।