যুক্তরাষ্ট্র এখনও সুপারপাওয়ার। দুর্বল হলেও এখনও ভূরাজনীতির অনেকটাই যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সুপারপাওয়ার হিসেবে যুক্তরাষ্ট্র দুনিয়ার ভাগ্য নির্ধারণের দায়িত্ব নিয়েছে। গত ২৮ বছরে সুপারপাওয়ারের কোন চ্যালেঞ্জার না থাকা সত্ত্বেও এই সময়ের মাঝে যুক্তরাষ্ট্রের সামরিক, কূটনৈতিক, আদর্শিক ও অর্থনৈতিক সক্ষমতা কমেছে। একইসাথে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ স্থিতিশীলতাও এখন প্রশ্নাতীত নয়।
লেখকের ২০১৭ এবং ২০১৮ সালে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত লেখাগুলি বই আকারে প্রকাশের চিন্তাটা এসেছে একটা ‘বার্ডস আই ভিউ’ পাবার ইচ্ছে থেকে। লেখাগুলি আঞ্চলিকভাবে সাজালে বিশ্বব্যাপী সুপারপাওয়ারের রাজনৈতিক নেতৃত্ব খর্ব হবার আভাস পাওয়া যায়। বিশ্বের ভাগ্য-নির্ধারকের ভূমিকা থেকে বিশ্ব-বাস্তবতাকে মেনে নেবার মতো অবস্থানে নেমে এসেছে যুক্তরাষ্ট্র। বাস্তবতা এখন আর সুপারপাওয়ারের তৈরি করা খেলার মাঠ যে নয়, তা গত দুই বছরের ঘটনাবলি দেখিয়ে দেয়।
গত দুই বছরে ‘মার্কিন দুনিয়া’ ভূরাজনৈতিক বাস্তবতাকে মেনে চলেছে। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে, বাস্তবতা যুক্তরাষ্ট্রকে বিভিন্ন নীতির ব্যাপারে বাধ্য করেছে। বিশ্বের নিয়ন্ত্রকের ভূমিকা যুক্তরাষ্ট্রের হাতে আর কতদিন থাকবে? আর বর্তমান সুপারপাওয়ারের স্থলাভিষিক্তই বা কে হতে পারে?
Title
মার্কিন দুনিয়ায় পরিবর্তনের হাওয়া: সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং সুপারপাওয়ারের বাস্তবতা