সুখের মতো কান্না (সিরিজ-১) (একটি চিরন্তন ঘটনার দূরবর্তী ছায়া অবলম্বনে), একটি স্বপ্নভেজা সন্ধ্যা
“সুখের মতো কান্না (সিরিজ-১)" বইটি সর্ম্পকে কিছু কথাঃ বেশ কিছুদিন ধরেই মাথায় ঘুরঘুর করছিল আইডিয়াটি। আমাদের জন্মের আগে, বহু আগে এই পৃথিবীতে ঘটে গেছে অনেক ঘটনা। লোমহর্ষক অনেক কাহিনি। কিছু হারিয়ে গেছে। কিছু রয়ে গেছে কালের সাক্ষী হয়ে। হাজার হাজার বছর আগের সেই গল্পগুলোকে একুশের মতো করে লিখে ফেললে কেমন হয়?
একটি চিরন্তন ঘটনার দূরবর্তী ছায়া অবলম্বনে তৈরি এই উপন্যাসের মূল আইডিয়াটি কোত্থেকে সংগ্রহ করা হয়েছে; এটা খুঁজে বের করবেন পাঠক। আর সচেতন পাঠককে খুব একটা খোঁজাখুঁজি করতে হবে বলেও মনে হয় না। “একটি স্বপ্নভেজা সন্ধ্যা (সিরিজ-২)” বইটি সর্ম্পকে কিছু কথাঃ জানা একটি গল্প নতুন করে বলতে শুরু করেছিলাম ২০১০-এর একুশে বইমেলায় ‘সুখের মতো কান্না’ নামে। রেসপন্সও পেয়েছিলাম ভালো। তারপর... তারপর লিখি লিখি করেও আর লেখা হয়ে ওঠেনি। এবার সেটা লিখে ফেলার ইরাদা করলাম। ‘সুখের মতো কান্না’র সেকেন্ড পার্ট—একটি স্বপ্নভেজা সন্ধ্যা।
কাহিনির যথাস্থানে গিয়ে পাঠকের মনে হতে পারে নামকরণে কিঞ্চিত ভুল হয়েছে। ‘স্বপ্ন’-এর জাগায় রক্ত হলে ভালো হতো। বইটির নাম হওয়া উচিত ছিল ‘একটি রক্তভেজা সন্ধ্যা’। পারফেক্ট হতো। তবু কেন ‘স্বপ্নভেজা সন্ধ্যা’! কারণ, ভালোবাসার রক্তগুলো স্বপ্নের মতোই হয়।
এই প্রজন্মের শক্তিমান লেখক রশীদ জামীল। যাঁকে তরুণ লেখকদের আইডলও বলা যায়। তরুণদের অনেকেই যাঁর লেখার স্টাইল ফলো করেন। রশীদ জামীল লেখালিখি করছেন ১৯৯৬ খ্রিষ্টাব্দ থেকে। দেশবিদেশের পত্রিকা-জার্নালে লিখেছেন কয়েকশত প্রবন্ধ-নিবন্ধ ও কলাম। ঘুরেছেন মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকাসহ অনেক দেশ। কঠিন কথা সহজ ভাষায় লিখতে পারা কঠিন একটা কাজ। কিন্তু এই কঠিন কাজটা রশীদ জামীল সহজভাবে করে থাকেন। হুমুল্লাজিনা, ইলাইহিল ওয়াসিলা, জ্ঞান বিজ্ঞান অজ্ঞান, আহাফি, মমাতি, কাচের দেয়াল, বিরাট ওয়াজ মাহফিল, পাগলের মাথা খারাপ, সেদিনও বসন্ত ছিল, মুমিনের নামাজ, সুখের মতো কান্না, একটি স্বপ্নভেজা সন্ধ্যাসহ পঞ্চাশের কাছাকাছি পাঠকপ্রিয় গ্রন্থের রচয়িতা এই লেখক ২০০৮ খ্রিষ্টাব্দে বাংলাদেশের শ্রেষ্ঠ তরুণ কলামিস্ট হিসেবে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক লাভ করেন। দীর্ঘ দুই দশক ধরে কাছে থেকে দেখা এই লেখকের একটা বৈশিষ্ট্য হলো, তিনি যা ভাবেন এবং বিশ্বাস করেন, তা-ই অকপটে লিখে ফেলেন। এতে কেউ খুশি হয় কেউ করে গালিগালাজ। তখন তিনি তাঁর অন্যতম আরেকটা বৈশিষ্ট্যকে কাজে লাগান। সেটি হলো তিরষ্কার ও তোষামোদ দুটোকেই পাশ কাটিয়ে চলা।