আমার কথা, মানুষ চির যাযাবর। মানুষের রক্তে রয়েছে ভ্রমণের নেশা। অজানাকে জানার অদেখাকে দেখার কৌতুহল মানুষের চিরন্তন। অপরিচয়ের দুস্তর মহাসমুদ্রের অদৃশ্য তরঙ্গ প্রতিনিয়ত আমাদের হাতছানি দিয়ে ডাকে। বিশাল এই পৃথিবীর চারিদিকে কত কি দেখার, জানার রয়েছে, কত রহস্য রয়েছে লুকিয়ে। সেই অজানাকে জানবার জন্যে আমাদের অসীম আগ্রহ, অনন্ত উকণ্ঠা। এই দুর্নিবার আকর্ষণে আমরা রুদ্ধ দুয়ার খুলে বের হয়ে পড়ি অজানার সন্ধানে। এই কারণে ভ্রমণের প্রতি আমাদের সহজাত আকর্ষণকে কেউ অস্বীকার করতে পারি না। বরং ভ্রমণের বিষয়টি সবসময় আমাদের আনন্দ জোগায়, অনুপ্রেরণা দেয়। সাধারণত বেড়ানাের কথা উঠলেই পাসপোের্ট-ভিসা আর বিমানের টিকেট যেন এক পা এগিয়ে থাকে। অথচ আমাদের মধ্যে অনেকেই নিজের দেশের জেলাভিত্তিক আকর্ষণীয় জায়গাগুলাে সম্পর্কে কমবেশি অজ্ঞ। আমরা অনেকেই জানি না আমাদের দেশের অদেখা, অচেনা প্রাকৃতিক দৃশ্যাবলী বিদেশের বিভিন্ন নামকরা জায়গাগুলাের তুলনায় কোনাে অংশে কম নয়। নদীমাতৃক আমাদের এই দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে প্রাণ জুড়ানাে, মন ভােলানাে প্রাকৃতিক নৈপুণ্যের অসাধারণ সব দৃশ্যপট। এই বইতে বাংলাদেশের চৌষট্টি জেলার বিভিন্ন চিত্তাকর্ষক স্থানগুলাের বর্ণনা, যাতায়াতের মাধ্যম, থাকার জায়গা,খরচের পরিমাণ, যােগাযােগের ঠিকানা ফোন নাম্বারসহ উল্লেখ করা হয়েছে। সংযােজন করা হয়েছে প্রয়ােজনীয় ফটোগ্রাফ। আশা করছি পাঠকবৃন্দ এই বই পড়ে বাংলাদেশের চৌষট্টি জেলার বিভিন্ন চিত্তাকর্ষক স্থানগুলাে ভ্রমণে উৎসাহীত হবেন।