"মিশরীয় সভ্যতা" বইয়ের সংক্ষিপ্ত কথা: ইতিহাস পাঠকে জনপ্রিয় করে তোলার জন্য ড. এ কে এম শাহনাওয়াজ সহজ সাবলীল ভাষায় ইতিহাসের নানা বিষয়ে গ্রন্থ লিখে আসছেন। এই অব্যাহত প্রচেষ্টার সূত্রেই প্রাচীন নগর সভ্যতাসমূহ নিয়ে স্বতন্ত্র গ্রন্থ রচনার প্রয়াস পেয়েছেন তিনি। বর্তমান গ্রন্থটি মিশরীয় সভ্যতা নিয়ে লেখা। পিরামিড আর মমির দেশ মিশরকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এই সভ্যতা নিয়ে বিশাল গ্রন্থ রচনার অবকাশ রয়েছে। কিন্তু বর্তমান গ্রন্থে লেখক তথ্যের ঘনঘটা আর ভাষার গুরুভারে ভারাক্রান্ত করতে চাননি। যতটা সম্ভব সীমিত পরিসরে সামগ্রিকভাবে সভ্যতাটির সার্বিক গুরুত্বপূর্ণ অবদান বিন্যস্ত হয়েছে এই গ্রন্থে। সভ্যতার ইতিহাস সুখপাঠ্য না হলে অনেক সময় পাঠক ক্লান্ত হয়ে পড়েন। এক্ষেত্রে বর্তমান গ্রন্থটি ব্যতিক্রম। গ্রন্থে ভাষার সারল্য ও সাবলীল বিন্যাস পাঠককে প্রাণোচ্ছল গল্পের আনন্দে এগিয়ে নেবে। এরসাথে প্রায় প্রতিটি বিষয় বোঝার প্রয়োজনে বিষয়-ঘনিষ্ঠ রঙিন ছবি ব্যবহার করা হয়েছে। মিশরীয় সভ্যতার ক্রমবিকাশ নিয়ে গ্রন্থটির আলোচনা। এই গ্রন্থ বিন্যাসের পরিকল্পনা অনুযায়ী তথ্য ব্যবহারে কিছুটা হ্রাস টানা হয়েছে। যেটুকু জানলে ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা পাবে এবং যথার্থভাবে পাঠকের কৌতূহল মিটবে সেই পরিমিতি বোধ গ্রন্থের সামগ্রিক বিন্যাসে স্পষ্ট। মিশরীয় সভ্যতার রাজনৈতিক জীবন বিকাশ, প্রচীন মিশরীয়দের সামাজিক সাংস্কৃতিক জীবনের নানা অগ্রগতি এবং তাদের মেধাবী সৃষ্টির কথা চমকারভাবে উন্মোচিত হয়েছে এই গ্রন্থের সীমিত পরিসরে।
ড. এ কে এম শাহনাওয়াজ প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১৯৬০ সালের ১৬ ফেব্রুয়ারি তাঁর জন্ম। পৈতৃক নিবাস বিক্রমপুরের টঙ্গীবাড়ি উপজেলার গনাইসার গ্রামে। পিতা মরহুম মোসলেম চোকদার ও মা মরহুমা রেজিয়া বেগম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে১৯৮২ ও ১৯৮৩ সালে যথাক্রমে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে ফারসি ভাষায় সার্টিফিকেট কোর্স সম্পাদন করেন। ১৯৮৫ সালে। ফোর্ড ফাউন্ডেশনের বৃত্তি নিয়ে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি. অর্জন করেন ১৯৯৪ সালে। সত্তর ও আশির দশকে ‘শাহনাজ কালাম’ লেখক নামে ছড়া ও গল্প লিখিয়ে হিসেবে পরিচিত হলেও পেশা জীবনে এসে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠক্রমভিত্তিক গ্রন্থ রচনা এবং শিল্প-সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব বিষয়ক গ্ৰন্থ ও প্ৰবন্ধ লেখায় বিশেষ মনোনিবেশ করেন। ড. শাহনাওয়াজের রচিত ও সম্পাদনাকৃত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। এক যুগের বেশি সময়কাল ধরে তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে রাজনীতি ও সমাজ-সংস্কৃতি বিষয়ক কলাম লিখে আসছেন।