"মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার রাজনীতি ও নির্বাচনী ব্যবস্থা" বইয়ের সংক্ষিপ্ত কথা: মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বের অন্যতম প্রধান শক্তিধর রাষ্ট্র। দেশ ও সভ্যতা হিসেবে খুব প্রাচীন না হলেও প্রতিষ্ঠাকালীন থেকে দেশটি নিরবিচ্ছিন্নভাবে গণতন্ত্র এবং নির্বাচনী গণতন্ত্র চর্চা করে আসছে। ১৮৬০ সালের গৃহযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত দেশটিতে তেমন বড় ধরনের কোনো রাজনৈতিক সংকট দেখা দেয়নি। এর কারণ হলো দেশটির সুলিখিত ও সুচিন্তিত সংবিধান এবং গণতান্ত্রিক, ব্যতিক্রমী ও স্বতন্ত্র সরকার ও নির্বাচনী ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা পিতা ও সংবিধান রচয়িতাগণ উন্নততর, জনগণতন্ত্র ও কিছুটা জটিল সরকার ও নির্বাচনী পদ্ধতি উদ্ভাবন করে। একইসঙ্গে ক্ষমতার অপব্যবহার রোধ ও সুশাসন প্রতিষ্ঠার জন্য নিশ্চিত করে ক্ষমতার স্বতন্ত্রীকরণ ও ক্ষমতার বিভাজন নীতি। ‘ক্ষমতার বিভাজন নীতি’ কার্যকর থাকলেও দেশটির শাসন বিভাগ তথা প্রেসিডেন্টের হাতে রয়েছে ব্যাপক ক্ষমতা। রাষ্ট্রের অভ্যন্তরে ক্ষমতার প্রয়োগ ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট বিশ্ব রাজনীতি চালনা ও এই ব্যবস্থার পরিবর্তনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখতে পারেন। স্বভাবতই চার বছর পর পর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হতে যাচ্ছেন সেদিকে সবার দৃষ্টি থাকে। সঙ্গত কারণেই একটি পরাশক্তি হিসেবে দেশটির যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা ও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কেও আমরা জানতে চাই। কিন্তু দেশটির নির্বাচন ব্যবস্থা বিশেষ করে প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি কিছুটা জটিল এবং কিছুটা পরোক্ষ। 'মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার রাজনীতি ও নির্বাচনী ব্যবস্থা' গ্রন্থে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস, দেশটির সরকারব্যবস্থা, রাজনীতি ও নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে সহজ ভাষায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, যা পড়ে ও জেনে পাঠক উপকৃত হবেন।
Title
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার রাজনীতি ও নির্বাচনী ব্যবস্থা
নেসার আমিন একজন লেখক, অনুবাদক ও কনটেন্ট ক্রিয়েটর। তিনি ১৯৮৬ সালে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় জন্মগ্রহণ করেন। নেসার আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক সম্মান ও মাস্টার্স পাশ করেন। কর্মজীবন শুরু করেন 'চ্যানেল টুয়েন্টি ফোরে'র নিউজ রুম এডিটর হিসেবে। বর্তমানে তিনি দি হাঙ্গার প্রজেক্ট-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার ও 'সুজন—সুশাসনের জন্য নাগরিক'-এর সহযোগী সমন্বয়কারী (অবৈতনিক) হিসেবে দায়িত্ব পালন করছেন। নেসার আমিন-এর মৌলিক ও অনুবাদকৃত গ্রন্থগুলো হলো: ১. বিদ্যুৎ জ্বালানি ও সমকালীন প্রসঙ্গ; ২. বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ও ফলাফল; ৩. বাংলাদেশের সিটি করপোরেশন; ৪. একান্ত আলাপচারিতায় ড. বদিউল আলম মজুমদার; ৫. মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার রাজনীতি ও নির্বাচনী ব্যবস্থা; ৬. আইজ্যাক নিউটন; ৭. টপ বিলিওনিয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড; ৮. সাকসেস প্রিন্সিপল্স অব সাকসেসফুল পিপল; ৯. সাফল্য অর্জনের উপায়; ১০. জ্যাক মা; ১১. ইলন মাস্ক; ১২. সাফল্য কথন; ১৩. থিংক অ্যান্ড গ্রো রিচ (অনুবাদ গ্রন্থ); ১৪. দ্য ১০০ মিনিট ম্যানেজার (অনুবাদ গ্রন্থ); ১৫. টাইম ম্যানেজমেন্ট (অনুবাদ গ্রন্থ); ১৬. দ্য অ্যালকেমিস্ট (অনুবাদ গ্রন্থ); ১৭. দ্য ওয়ান মিনিট ম্যানেজার (অনুবাদ গ্রন্থ); ১৮. রিচ ড্যাড পুওর ড্যাড; ১৯. ইন্সপাইরেশন টু লিভ ইয়োর ম্যাজিক; ২০. অ্যাটিটিউড ১০১ (অনুবাদ গ্রন্থ); ২১. ইন্সপারেশনাল স্পিচ অব সাকসেসফুল ম্যান; ২২. কাইজেন; ২৩. ডোপামিন ডিটক্স; ২৪. দ্য রুলস অব লাইফ; ২৫. ইট দ্যাট ফ্রগ (অনুবাদ গ্রন্থ)। ওয়েব: www.nasaramin.com ইউটিউব: www.youtube.com/nasaramin; www.youtube.com/@history_politics; ই-মেইল: [email protected]