মুঠোফোনে ক্লিকবাজি করার বিভিন্ন প্র্যাক্টিকাল কৌশল নিয়ে 'মোবাইল ফটোগ্রাফি' বইটি। ফটোগ্রাফি করার জন্য যে ভারি ভারি দামী ডিএসএলআর লাগবেই, এই ধারণা দিন দিন বদলে যাচ্ছে। মোবাইল ফটোগ্রাফির জন্য ফটোগ্রাফির বিভিন্ন অ্যাওয়ার্ড ক্যাটেগরি তৈরি হচ্ছে। সম্পূর্ণ সিনেমা বানানো হচ্ছে মোবাইলের মাধ্যমে। এমনকি বড় বড় বিভিন্ন বিলবোর্ডের ছবি তোলা হচ্ছে আপনার পকেটে থাকা মুঠোফোনটি দিয়ে। তাই, আপনার মুঠোফোনের ক্যামেরাটা আর অবহেলা করার জিনিস না। বরং কিছু কিছু ক্ষেত্রে ডিএসএলআর-এর চেয়ে আরও ভালো ফলাফল দিতে পারে! বইতে থাকছে, কীভাবে স্নাইপারদের কিছু কৌশল ব্যবহার করে আপনি একদম শার্প ছবি তুলতে পারেন; কীভাবে কেবল মোবাইল ফোন দিয়ে আপনি পেশাদার মানের ভিডিও কন্টেন্ট কিংবা ইউটিউবিং করতে পারেন; কীভাবে খালি একটা প্রো মোড (Pro Mode) দিয়ে আপনি ডিএসএলআরের ক্যামেরার অধিকাংশ কাজ আপনার মুঠোফোনে করে ফেলতে পারেন - ইত্যাদি। এই বইটি ISO, Aperture, Shutter Speed, Color Temperature এর মত বেসিক টপিক কভার করে, যেটা মোবাইল হোক, ডিএসএলআর হোক এমনকি কম্পোজিশনের মত কিছু টপিক আছে যেগুলো আপনার গ্রাফিক ডিসাইন, ড্রয়িং- এর মত ফিল্ডেও কাজে লাগবে। দিনশেষে একটা কথাই বলবো। সামনের জীবনে প্রতিটা মুহূর্তেই, এমনকি বিছানা পর্যন্ত আমাদের সাথে আমাদের মুঠোফোনটি থাকে। আপনি আজকে যদি মোবাইলে ফটোগ্রাফির বেসিকটা শিখে যান, তাহলে আপনি আপনার বাকি পুরোটা জীবন -এর বেনিফিট ভোগ করতে পারবেন। আর ফটোগ্রাফি খালি ছবি তোলার শিল্পই নয়, এটা পৃথিবীকে নতুন আঙ্গিকে দেখারও একটা শিল্প!
লেখক ও অনলাইন শিক্ষক সাদমান সাদিক ২০১৯ সালের বইমেলার আত্মউন্নয়নমূলক বেস্টসেলার বই ‘স্টুডেন্ট হ্যাক্স’-এর লেখক। বর্তমানে ‘10 Minute School’-এর ‘Chief Content Creator’ হিসেবে কাজ করছেন। অনলাইনে প্রোফেশনাল কোর্স বানানোর পাশাপাশি তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে সফটওয়্যার ট্রেইনিং দিতে যান এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA-তে বি.বি.এ. সম্পন্ন করেছেন। HSC-তে ঢাকা বোর্ডের বিজ্ঞান বিভাগে তাঁর অবস্থান ছিল ১৮তম। ভর্তিপরীক্ষার পরে তিনি BUET ও IBA-তে পড়ার সুযোগ পান। পাওয়ারপয়েন্ট ও প্রেজেন্টেশন শেখানোর ভিডিও নিয়ে তাঁর ইউটিউবে একটি চ্যানেল আছে ‘PowerPoint Pro’ নামে। তাঁর নিজ নামে (Sadman Sadik) আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে তিনি বুক রিভিউ সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকেন। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রতিনিয়ত শিক্ষামূলক কনটেন্ট প্রকাশ করে যাচ্ছেন। তার বর্তমান ভিডিও সংখ্যা হাজারের বেশি যেগুলো এক কোটি বারেরও বেশিবার দেখা হয়েছে। তার ২০২০ সালের বই মেলায় আরও দুটি বই হচ্ছে ‘কমিউনিকেশন হ্যাক্স’ এবং ‘মোবাইল ফটোগ্রাফি’। বিভিন্ন ভালো বইয়ের উপর তাঁর করা ভিডিও বুক রিভিউগুলো দর্শকদের মাঝে অনেক সাড়া পেয়েছে। [email protected]