"ঔপনিবেশিকতার ছায়ায় বাংলাদেশ" বইটির সম্পর্কে কিছু কথা: ঔপনিবেশিক শাসনের আওতায় বাস করার স্মৃতি বা অভিজ্ঞতা রয়েছে, এমন মানুষের হার বর্তমান বাংলাদেশে খুব কম হবে বিশেষ করে ‘ঔপনিবেশিক’ বিশেষণটা যদি আমরা শুধুমাত্র ব্রিটিশ শাসনামলের জন্য বরাদ্দ রাখি। তথাপি ঔপনিবেশিক অতীত যে এখনাে বিভিন্ন আকারে এদেশে টিকে আছে, ছায়া ফেলে চলছে এ ব্যাপারে কমবেশি সবাই নিশ্চয় একমত হবেন। কিন্তু ঠিক কী আকারে আমাদের মাঝে বিরাজ করছে ঔপনিবেশিকতার ছায়া? সেই ছায়া থেকে বেরিয়ে আসা কতটা কেন জরুরি এবং কিভাবে তা সম্ভব? এসব বিষয়ে কারা কতটা ভেবেছেন বা ভাবছেন? এমন কিছু প্রশ্ন সামনে রেখে বিভিন্ন পরিসরে ঔপনিবেশিকতার জের পর্যালােচনা করা হয়েছে এই বইয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে আলােচনার সুনির্দিষ্ট ক্ষেত্র হিসাবে বিভিন্ন অধ্যায়ে পর্যায়ক্রমে উঠে এসেছে নৃবিজ্ঞান চর্চা থেকে শুরু করে রাষ্ট্রকাঠামাের কিছু দিক, একাধিক শ্রেণি ও গােষ্ঠীর মধ্যে প্রচলিত বিবিধ ধ্যান-ধারণা এমনকি তাদের। আত্মপরিচয়। একই সাথে বাংলাদেশকে ঔপনিবেশিকতা ও একদেশদর্শিতার ছায়ামুক্ত বর্ণিল এক নকশিকাঁথার রূপে কল্পনা করার। একটি প্রস্তাবনাও পেশ করা হয়েছে এই বইয়ে।