যীশুখৃীষ্টের জীবনের এক অজ্ঞাত অধ্যায় -২য় খণ্ড (কিছু অংশ)
দ্বিতীয় অধ্যায় যীশু চর্চার পটভূমি—দ্বিতীয় পর্ব যীশু চর্চার এই অংশে আমরা দেখতে পাই যে মধ্য এশিয়ার তদানীন্তন 'প্যালেস্টাইন ও অন্যান্য প্রাচীন দেশগুলি যেমন মিশর, সিরিয়া, বিথানীয়া, পারশিয়া অথবা তুরস্কে যীশু সম্পর্কে তেমন কোন তথ্যই পাওয়া যায় না ৷ অথচ সেই সময়ে ভারতে যীশু চর্চার চিত্রটি ছিল সম্পূর্ণ ভিন্ন। যীশু খৃষ্টের প্যালেস্টাইনের অন্তর্গত ইসরাইল রাজ্যের বেথলেহেম গ্রামে জন্মগ্রহণ করা, বা তাঁর ৩৩-৩৪ বছরের সংক্ষিপ্ত জীবনের নানা কর্মকাণ্ডের কথা অথবা সর্বশেষে ধর্মদ্রোহিতার মিথ্যা অভিযোগে ক্রুশবিদ্ধ হয়ে তাঁর আত্মবলিদান— এইসব ঘটনার কোনো কাহিনীই মধ্য এশিয়ার ঐ দেশগুলির প্রাচীন ইতিহাসে কোনো স্থানই পায়নি। পাশাপাশি কিন্তু ভারতবর্ষে এবং পশ্চিম তিব্বতের লাদাক অঞ্চলে যীশুকে ঘিরে নানা উপাখ্যান ও কিংবদন্তি লোকের মুখে মুখে তখন অনেকটাই ছড়িয়ে পড়েছিল। এমন কি প্যালেস্টাইনের বিচার সভায় যীশুর বিচারের প্রহসন এবং সেখানে দোষী সাব্যস্ত হয়ে তাঁর ক্রুশবিদ্ধ হওয়ার করুণ কাহিনী অল্প সময়ের মধ্যেই ভারতে পৌঁছে গিয়েছিল। মধ্য এশিয়ার দেশগুলিতে ব্যবসা করে Silk Route ধরে ভারতে ফিরে আসা ভারতীয় বণিকদের দেওয়া যীশুর ক্রুশবিদ্ধ হওয়ার সরাসরি বিবরণের ভিত্তিতে পরবর্ত্তী কয়েক বছরের মধ্যেই হিন্দু পণ্ডিত এবং বৌদ্ধ লামারা যীশুর জীবনকাহিনীর পূর্ণাঙ্গ ইতিহাস সংস্কৃত এবং পালি ভাষায় লিখে ফেলেছিলেন।
Title
যীশুখৃীষ্টের জীবনের এক অজ্ঞাত অধ্যায় - দ্বিতীয় খণ্ড