লিয়ন আজাদের জন্যে তিন উল্লাস আমাদের ছড়াসাহিত্যের এক দুরন্ত কিশোরের নাম লিয়ন আজাদ। স্কুলের গÐি পেরিয়ে মাত্র প্রবেশ করেছে কলেজ জীবনে। এরই মধ্যে দু’টি বই ওর প্রকাশিত হয়েছে। ‘দুরন্ত শৈশব’ নামে ছোটদের একটা পত্রিকারও সম্পাদক সে। ছড়াবন্ধু লিয়ন আজাদ আমার বিশেষ প্রীতিভাজন। এই মুহুর্তে আমার জন্যে সবচেয়ে বড় আনন্দের সংবাদটি হচ্ছে-নতুন আরেকটি বই বেরুচ্ছে লিয়ন আজাদের। বইটির নাম ‘স্বপ্ন আমার মানুষ হবো’। বাংলা ছড়াকে প্রথম মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী। আজ থেকে একশ কুড়ি বছর আগে বাংলা ১৩০৬ সালে যোগীন্দ্রনাথ সরকারের ‘খুকুমনির ছড়া’ বইটির ভ‚মিকা লিখতে গিয়ে তিনিই প্রথম ‘ছড়াসাহিত্য’ শব্দটি ব্যবহার করেছিলেন। ছড়াকে ছড়াসাহিত্যের মর্যাদায় সমুন্নত রাখতে ছড়াকারদের চেষ্টার কমতি নেই। কখনো প্রবীনদের প্রদর্শিত পথে হেঁটে, কখনো প্রবীনদের প্রদর্শিত পথকে অস্বীকার করে নবীন ছড়াকাররা ছড়াকে এগিয়ে নিয়ে গেছেন। নবীনদের মেধার দীপ্তিতে আলোকিত হয়েছে ছড়ার ভুবন। লিয়ন আজাদের প্রকাশিতব্য বইয়ের ছড়াগুলো পাঠ করে আমার মনে হয়েছে- বিশেষ করে অন্ত্যমিল ব্যবহারের ক্ষেত্রে খুবই সচেতন সে। ভুল মিল সে ব্যবহার করে না একেবারেই। এটা আমাকে খুবই আশাবাদী করেছে। ছন্দের ক্ষেত্রেও ভীষণ মনোযোগী আমাদের লিয়ন। এক কথায় আমি পাঠমুগ্ধ। আমি বিশ্বাস করি, আগামীতে বিপুল পঠন পাঠন ও গভীর অনুশীলনের মাধ্যমে লিয়ন নামের মেধাবী কিশোর ছড়াবন্ধুটি আমাদের ছড়াসাহিত্যে ওর যোগ্য আসনটি অধিকার করে নেবে। আমাদের ছড়ার আকাশে অগুন্তি ছড়াকুসুম ফুটবে লিয়নদের মতো নবীনদের দৃপ্ত পদচারণায়। ছড়াবন্ধু লিয়ন আজাদের জন্যে তিন উল্লাস।