প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি আমরা অধ্যবধি অন্ধকারের মায়াজালে আবদ্ধ হয়ে আছি! অশ্লীলতার অগ্নিকুন্ডে আত্মহুতি দিচ্ছি। মনের অজান্তেই শয়তানের হাতিয়ার স্বরূপ ব্যবহৃত হচ্ছি। ইহকাল পরকাল উভয় জগতের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। অশ্লীলতার মায়াজালে আবদ্ধ হয়ে নিজের গন্তব্য স্থল ভুলে গিয়েছি। দিন দিন মহান আল্লাহ রাব্বুল আলামীনের সান্নিধ্য থেকে দূরে সরে যাচ্ছি। শৈশব কাটিয়েছি সুন্দর এক জীবন। কিন্তু যখনই যৌবনের হাওয়া আমাদেরকে স্পর্শ করল ঠিক তখনই নিজের কাছে নিজেই অপরিচিত হয়ে গেলাম। এযুগের ফেতনা গুলো ধীরে ধীরে গ্রাস করতে লাগলো। যৌবনের তাড়নায় ছুটে চলেছি সাময়িক সুখের দিকে। একদম অন্ধকারের অতল গহবরে নিমজ্জিত হতে লাগলাম। দিন দিন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিতে লাগলাম। সাথে সাথে ভুলে গেলাম কেন আমাকে সৃষ্টি করা হয়েছে? কেন আমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে? হঠাৎ আপনার হুশ ফিরে আসলো। আপনার মনে হল যে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি এটা তো জীবন নয়! আমাকে তো মওজ মাস্তি করার জন্য সৃষ্টি করা হয়নি। ঠিক তখনই আপনি ইচ্ছে পোষণ করলেন সেই অন্ধকারের মায়াজাল থেকে বের হয়ে আসবেন! কিন্তু কীভাবে বের হয়ে আসবেন সেই দিশা খুঁজে পাচ্ছেন না। কিভাবে যৌবনের তারানায় লিপ্ত হওয়া সমস্ত অশ্লীলতা থেকে বের হয়ে আসবেন! চিন্তিত হওয়ার কিছু নেই। আল্লাহ তাআলার কাছে খাস নিয়তে তওবা করুন, আর হাতে নিন এই "প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি" বইটি! এই বইয়ের প্রতিটা গল্প আপনাকে সঠিক পথের সন্ধান দেবে ইনশাআল্লাহ। নিজেকে পরিপূর্ণ ভাবে আত্মশুদ্ধি করে নতুন করে গঠন করতে অগাধ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ । "আসুন প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি করে ফিরে আসি দ্বীনের পথে"।
মাহমুদ বিন নূর— তরুণ আলেম, লেখক ও গবেষক। বর্তমান সময়ের সম্ভাবনাময় একজন সৃষ্টিশীল লেখক। মননশীল ও সৃজনশীল প্রতিভাধর এই লেখক জন্মগ্রহণ করেন ১৯৯৭ সালের ১৪-ই নভেম্বর। জন্ম ও বেড়ে ওঠা হবিগঞ্জ জেলায়। পড়ালেখার সুবাদে দীর্ঘদিন ছিলেন দেশের রাজধানী, ঢাকায়। তিনি পড়াশোনা শেষ করেন কওমি মাদ্রাসা থেকে। ঢাকা'র বড়ো বড়ো ওলামায়ে কেরামের সান্নিধ্যে ছিলেন বহুদিন। ছাত্রজীবন থেকেই ছিলেন উস্তাদদের প্রাণপ্রিয় ছাত্র। প্রসিদ্ধ শায়েখ-মাশায়েখদের কাছ থেকে নিয়েছেন 'হাদিসে নববীর' ইজাজাহ। লেখালেখির হাতেখড়ি সেই ছাত্রা জামানা থেকেই। সেই থেকে শুরু, অদ্যবধি চলছে আলহামদুলিল্লাহ। ওনার রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ— "নফসের বিরুদ্ধে লড়াই, শয়তানের বিরুদ্ধে লড়াই, অলসতার বিরুদ্ধে লড়াই, আমার শত্রু আমি, স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা, জীবনের আয়না ও প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি।" তন্মধ্যে, নফসের বিরুদ্ধে লড়াই, শয়তানের বিরুদ্ধে ও আমার শত্রু আমি— এই তিনটি বই বেস্ট সেলার তালিকায় জায়গা করে নিয়েছে, আলহামদুলিল্লাহ। এছাড়া, ওনার সম্পাদনার হাত ধরে প্রকাশিত হয়েছে আরও বেশ কয়টি বই ।