"গ্রামীণ সমাজ ও কৃষি কাঠামো সাম্প্রতিক পরিবর্তন" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ দেড় দশক যাবৎ সম্পাদিত বাংলাদেশের গ্রামীণ সমাজ নিয়ে এথনােগ্রাফিক অভিজ্ঞতার আলােকে গ্রন্থটি লিখিত। বইটির লেখক রঞ্জন সাহা পার্থ ২০০২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন যখন একাডেমিক কাজের অংশ হিসেবে কৃষক সমাজ নিয়ে গবেষণাকর্ম শুরু করেন, তখন আমি তত্ত্বাবধায়ক হিসেবে সেই বিশেষকর্মে সংযুক্ত হই। পেশাগত জীবনেও তিনি কৃষক সমাজকে তাঁর গবেষণাকর্মের প্রধান আগ্রহ হিসেবে ধরে রেখেছেন। লেখক নৃবিজ্ঞান বিভাগে দীর্ঘদিন কৃষক সমাজ ও সংস্কৃতি কোর্সটি পড়িয়েছেন, যার অভিজ্ঞতা তাঁকে মাঠ-গবেষণার সঙ্গে তাত্ত্বিক প্যারাডাইমকে প্রযুক্ত করতে সহায়তা করেছে। সমাজবিজ্ঞানের সাম্প্রতিক গবেষণা পদ্ধতি যেমন মাল্টিসাইটেড এথনােগ্রাফি ও পার্টিসিপেটরি গবেষণার মাধ্যমে সংগৃহীত তথ্যের আলােকে রচিত হবার ফলে গ্রন্থটিতে গ্রামীণ সমাজের গুনগত গবেষণার প্রায়ােগিক দিক সম্পর্কে ধারণা পাওয়া যায়। সমাজবিজ্ঞানের শিক্ষার্থী ছাড়াও বাংলাদেশে গ্রামীণ সমাজ ও কৃষি কাঠামাে নিয়ে যারা এথনােগ্রাফিক গবেষণা কাজে নিযুক্ত আছেন, গ্রন্থটি তাদের কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি।