বিশ্বময় ক্রমবর্ধমান আয় ও সম্পদ বৈষম্যের প্রকৃত কারণ খুঁজে তার বাস্তব সমাধান বের করার লক্ষ্যে, বিশটি দেশ থেকে সংগৃহীত যাবতীয় ঐতিহাসিক তথ্য-উপাত্ত, যার কোনো কোনোটি অষ্টাদশ শতাব্দী পর্যন্ত বিস্তৃত, বিশ্লেষণ করে, প্যারিস স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক টমাস পিকেটি এই সিদ্ধান্তে উপনীত হন যে, পুঁজিলব্ধ আয়ের বার্ষিক হার যদি জাতীয় আয়ের প্রবৃদ্ধির হারের চেয়ে বেশি হয়, যে প্রবণতা সাম্প্রতিককালে লক্ষণীয়, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রয়োগযোগ্য বিশেষ কিছু নীতিমালা ব্যতিরেকে বৈষম্য বৃদ্ধি অনিবার্য। বিশাল ঐতিহাসিক ক্যানভাসে রচিত, অনবদ্য বিশ্লেষণসমৃদ্ধ, ২০১৩ সালে ফরাসি ভাষায় প্রকাশিত টমাস পিকেটি রচিত বইটির ইংরেজি অনুবাদ Capital in The Twenty First Century পরের বছর ২০১৪ সালে প্রকাশিত হলে বইটি পড়ে আমার মনে হলো, অসাধারণ এই বইয়ের, যাকে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী পল ক্রুগম্যান আখ্যায়িত করেছেন চলতি দশকের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বই হিসেবে, বিশ্বব্যাপী ব্যাপক পাঠ বাঞ্ছনীয়। সে উদ্দেশ্যেই, প্রায় সাতশো পৃষ্ঠার বিশাল এই বইটির একটি সংক্ষিপ্ত বাংলা ভাষ্য প্রণয়নে আমার এই উদ্যোগ।
Title
টমাস পিকেটির একবিংশ শতাব্দীতে পুঁজি একটি সংক্ষিপ্ত ভাষ্য