"ইবনে খালদুন" বইয়ের ফ্ল্যাপের লেখা: ইবনে খালদুন (১৩৩২-১৪০৬) আরব দুনিয়ার অন্যতম মহান মনীষী এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা হিসেবে স্বীকৃত। ইতিহাস ও সমাজবিজ্ঞানের বহু জ্ঞানকাণ্ডের সাথে ওতপ্রােতভাবে জড়িয়ে আছে তার নাম। তার মুকাদ্দিমা ইসলামি দুনিয়ায় রচিত ইতিহাস সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ। তবু মুকাদ্দিমা এবং ইবনে খালদুনকে নিয়ে যতটা আলাপ-আলােচনা করার কথা ছিল সেটা অনুপস্থিত। বিশেষত, মুকাদ্দিমা বাংলাভাষায় অনেক আগে হাজির হলেও সার্বিকভাবে খালদুন পাঠ নেই বললেই চলে। রবার্ট আরউইনের ‘Ibn Khaldun: An Intellectual Biography 2016 মূলত মধ্যযুগের এই আরব মনীষীর জীবন, দর্শন ও চিন্তার উপর রচিত। ইবনে খালদুনের যাবতীয় লেখা পত্র, তার সমসাময়িকদের লেখা পত্র, এবং তৎকালীন রাজনৈতিক ও প্রাকৃতিক ঘটনা-সবকিছু তন্নতন্ন করে খুঁজে লেখক সেই সময়ের পরিপ্রেক্ষিতেই এমন একজন খালদুনকে আমাদের সামনে হাজির করেন যিনি কিনা নির্দিষ্ট সেই সময়েরই সন্তান। আরউইন দেখান যে, ইবনে খালদুনের চিন্তা ও চেতনা তৎকালীন ঐতিহাসিক ও বুদ্ধিবৃত্তিক পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ তার সময়ে চালু থাকা ধর্মতত্ত্ব, দর্শন, রাজনীতি, সাহিত্য, অর্থনীতি, আইনকানুনসহ সবকিছুর প্রভাব ও ছায়া তাঁর জীবন ও চিন্তায় প্রত্যক্ষ বা পরােক্ষভাবে রয়েছে। ইতােমধ্যে খালদুনকে নিয়ে যে চিন্তা বাজারে চালু আছে, এমন অনেকগুলাে চিন্তাকে পর্যালােচনামূলক বিচার করেন লেখক। সর্বোপরি বলা চলে, যে কোনাে পাঠককে ইবনে খালদুনের সাথে প্রাথমিক যুক্ততা তৈরিতে ব্যাপক সাহায্য করবে এই গ্রন্থ।
"ইবনে খালদুন" বইয়ের পিছনের কভারের লেখা: চতুর্দশ শতকের আরব ইতিহাসবিদ ও মনীষীর উপর একটি চিত্তাকর্ষক বিবরণী...আরউইন একটি অনুকরণীয় কাজ করেছেন। -গ্যাভিন জেকবসন, Financial Times
ইবনে খালদুনের আকর্ষণীয় জীবন, সময় ও চিন্তা এবং কীভাবে সেই চিন্তাগুলােকে শতাব্দী ধরে পাঠ করা হয়েছে, তার একটি ভূমিকা হিসেবে এই গ্রন্থের চেয়ে ভালাে কোনাে কিছু আর আশা করা যায় না। -থমাস স্মল, Times Literary Supplement
এই গ্রন্থটি যেমন ইবনে খালদুনের কাজের ভূমিকা তেমনি ইবনে খালদুন গবেষণাগুলােরও পর্যালােচনা। -সামির রাহিম, Prospect
এই গ্রন্থটি চিত্তাকর্ষক এবং চিন্তা-উদ্রেককারী; এটিই শেষ কথা। নয়, কিন্তু আরও পড়ার জন্য পথ দেখায়। -প্যাট্রিক ম্যানিং, Connections
রবার্ট আরউইন লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক এবং স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব সেন্ট অ্যানড্রজ এর প্রাক্তন প্রভাষক। তাঁর বহু গ্রন্থের মধ্যে উল্লেখযােগ্য 2009: Dangerous Knowledge: Orientalism and Its Discontents 472 Memoirs of a Dervish: Sufis, Mystics, and the Sixties appartarifat অনেকগুলাে উপন্যাসও রয়েছে তার। তিনি রয়েল সােসাইটি অব লিটারেচারের একজন ফেলাে।