প্রাচীন বাংলার, বিশেষত সমাজ-সভ্যতা, ধর্ম-দর্শন, ভাষা-সংস্কৃতি ইত্যাদি ইতিহাসের আলোকিত অনেক গৌরবময় অনুল্লিখিত অধ্যায়ের চিত্র এ বইয়ে উদঘাটনের চেষ্টা করা হয়েছে। সুপ্রাচীনকাল থেকে বাংলার নদ-নদীর তীরে গড়ে উঠেছিল সমৃদ্ধিশালী নগর, মহানগর, বন্দর, ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র—যেগুলোর অবস্থান এই গ্রন্থে নির্দেশ করা হয়েছে। সুপ্রাচীন কালের জনপদ অঙ্গ, বঙ্গ, সূক্ষ্ম-রাঢ় অঞ্চল ও রাজধানী নগর প্রভৃতির সঠিক অবস্থান তথ্য-উপকরণ ও যুক্তি-প্রমাণ দ্বারা নির্ধারণের চেষ্টা করা হয়েছে। প্রাচীন বাংলার মহারাজাধিরাজরা, রাজা, শশাঙ্ক, খড়গ, দেব, চন্দ্র, পাল, রর্মা, সেন প্রমুখ রাজার রাজ্য ও রাজধানী নগরের অবস্থান তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রাচীন বাংলার পূর্ণাঙ্গ ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক সমীক্ষা এবং ইতিহাসের অনুসন্ধিৎসু ব্যক্তিদের জন্য গ্রন্থটির প্রয়োজন আছে। প্রাচীন বাংলারি, বিশেষত সমাজ-সভ্যতা, ধর্ম-দর্শন, ভাষা-সংস্কৃতি ইত্যাদি ইতিহাসের আলোকিত অনেক গৌরবময় অনুল্লিখিত অধ্যায়ের চিত্র এ বইয়ে উদঘাটনের চেষ্টা করা হয়েছে। সুপ্রাচীনকাল থেকে বাংলার নদ-নদীর তীরে গড়ে উঠেছিল সমৃদ্ধিশালী নগর, মহানগর, বন্দর, ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র—যেগুলোর অবস্থান এই গ্রন্থে নির্দেশ করা হয়েছে। সুপ্রাচীন কালের জনপদ অঙ্গ, বঙ্গ, সূক্ষ্ম-রাঢ় অঞ্চল ও রাজধানী নগর প্রভৃতির সঠিক অবস্থান তথ্য-উপকরণ ও যুক্তি-প্রমাণ দ্বারা নির্ধারণের চেষ্টা করা হয়েছে। প্রাচীন বাংলার মহারাজাধিরাজরা, রাজা, শশাঙ্ক, খড়গ, দেব, চন্দ্র, পাল, রর্মা, সেন প্রমুখ রাজার রাজ্য ও রাজধানী নগরের অবস্থান তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রাচীন বাংলার পূর্ণাঙ্গ ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক সমীক্ষা এবং ইতিহাসের অনুসন্ধিৎসু ব্যক্তিদের জন্য গ্রন্থটির প্রয়োজন আছে।
জন্ম ১৯৫১ সালে ঢাকা জেলার সাভার উপজেলায়। লেখাপড়া: স্কুল-কলেজ সাভারে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। ১৯৭১ সালে ভারতের আসাম রাজ্যের তেজপুরে চার সপ্তাহের বিশেষ গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ ও প্লাটুন কমান্ডার হিসেবে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। ১৯৬৯ সাল ও পরবর্তীকালে পাকিস্তানবিরোধী আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন। লেখাপড়া শেষে সরকারি বিভিন্ন পদে দীর্ঘ ৩৪ বছর ৬ মাস চাকরি শেষে অবসরগ্রহণ। মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা জেলা ইউনিটের সাংগঠনিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন। এছাড়াও পরিবেশ আন্দোলনে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। প্রাচীন বাংলার ঐতিহাসিক ভূগোল নামীয় এই পুস্তকটি তার প্রথম প্রয়াস। বইটি প্রাচীনকালের অনেক অজানা তথ্যের গবেষণামূলক পুস্তক।