“ক্যারিয়ার ইন আইটি" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ ইনফরমেশন টেকনোলজিতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের সহায়তা করবে বইটি। আইটিতে ক্যারিয়ার গড়ার জন্য বেসিক ট্রাবলশুটিং নেটওয়ার্কিং, সার্ভার ম্যানেজমেন্ট ও সিকিউরিটি বিষয়ে জানতে হবে। বেসিক ট্রাবলশুটিং হচ্ছে, উইন্ডোজ ইনস্টল করা এবং পিসিতে লগইন-এর সময় কোন ধরনের ইরর আসলে সেটি সমাধান করা। বেসিক নেটওয়ার্কিং হচ্ছে, নেটওয়ার্ক কেবলের সঙ্গে কানেক্টর সংযোগ থেকে শুরু করে রাউটার কনফিগার করা; প্রিন্টার শেয়ার ও ওয়্যারলেস কনফিগার করা। সার্ভার ম্যানেজমেন্ট বলতে বোঝায়, নেটওয়ার্কে যে পিসিগুলো রয়েছে, সেগুলো সার্ভার দিয়ে ম্যানেজ করা। নেটওয়ার্কের পিসিগুলোর ইউএসবি অ্যানাবল থাকলে কোনো একটি পিসিতে পেনড্রাইভের মাধ্যমে ভাইরাস এলে নেটওয়ার্কের সব পিসিতে আক্রমণ করবে। তাই চাইলে সার্ভারের মাধ্যমে সব পিসির ইউএসবি অ্যাকসেস বন্ধ করে দিতে পারেন। সিকিউরিটি কনফার্ম হচ্ছে, সব ইউজারের মধ্যে সিকিউরিটি সচেতনতা তৈরি করা। হ্যাকারের হাত থেকে পিসি ও সার্ভারকে রক্ষা করা। এগুলো আলোচনার পাশাপাশি এই বইয়ে আইটি জব ইন্টারভিউয়ে যে ধরনের প্রশ্ন করা হয় প্রশ্ন ও উত্তরের ভিত্তিতে সেগুলোর সমাধান দেওয়া হয়েছে।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন টেকনোলজিতে মাস্টার্স করেছেন এবং সিসিএনএ পরীক্ষা দিয়ে সিসকো সার্টিফাইড হয়েছেন । এছাড়াও তিনি রেডহ্যাট পরীক্ষা দিয়ে লিনাক্স সার্টিফাইড, মাইক্রোটিক এর পরীক্ষা দিয়ে মাইক্রোটিক সার্টিফাইড ইঞ্জিনিয়ার হয়েছেন । তাছাড়া মাইক্রোসফটের সার্টিফিকেটও অর্জন করেছেন । বর্তমানে তিনি ইনোসিস সলিউশনস নামে একটি কম্পানিতে সিস্টেম এডমিনিস্ট্রেটর হিসেবে কর্মরত আছেন । পাশাপাশি টিসফট আইটিতে শিক্ষকতা করছেন । ছোট বেলা থেকেই ইনফরমেশন টেকনোলজি সম্পর্কে জানতে এবং জানাতে আগ্রহী । লেখালেখির শুরুটা শিক্ষক.কম, টেকটিউনস.কমসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি বিষয়ক অনলাইন পোর্টালে । প্রযুক্তি বিষয়ক লেখালেখির পাশাপাশি বর্তমানে তিনি ইউটিউবে বিভিন্ন আইটি কোর্সের ভিডিও টিউটোরিয়াল তৈরি করে পাবলিশ করছেন । তার তৈরি করা ভিডিও টিউটোরিয়ালগুলো ইউটিউবের তিতাস সরকার চ্যানেলে পাওয়া যাবে । ভবিষ্যতে মাতৃভাষায় আরও প্রযুক্তি বিষয়ক বই লেখার ইচ্ছা রয়েছে ।