জ্ঞান-বিজ্ঞানে শ্রেষ্ঠ না হয়েও শুধুমাত্র ধর্মীয় চেতনার কারণে কীভাবে হিব্রুরা একসময়কার শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল? প্রযুক্তির জ্ঞান না থাকার পরেও কীভাবে তারা শুধুমাত্র উচ্চমাত্রার শব্দ ব্যবহার করে একটি বিশাল নগরীর দেওয়াল ধ্বংস করে দিতে পেরেছিল? কেনই বা সৃষ্টিকর্তার এত অনুগ্রহ পাওয়া সত্ত্বেও হিব্রু জাতির পতন ঘটল? প্রাচীন ইহুদি ধর্ম কীভাবে পরিবর্তিত হয়ে জুদাইজমে পরিণত হলো? কী তাদের বিশ্বাস ও আইন? দীর্ঘ ২০০০ বছর পর কেন হিব্রুরা আবার প্যালেস্টাইনের ভূমিতে পদার্পন করল? কেন এত যুদ্ধ, রক্তক্ষয়ী সংগ্রাম? কীভাবে বিশ্বকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিলো? কার জন্য অপেক্ষা করছে তারা? কে সেই মেসিয়াহ? মুসলিম ও খ্রিষ্টানদের তারা কীভাবে দেখে? বিস্তারিত জানতে হলে ফিরে যেতে হবে ৪০০০ বছর আগের মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ইতিহাসে। সেই সাথে জানতে হবে তাদের ধর্মগ্রন্থ, চেতনা, বিশ্বাস এবং আইন সম্পর্কে। জানতে হবে তাদের এস্কেটোলজি, মেসিয়াহ সম্পর্কে ধারণা এবং জায়োনিজম সম্পর্কে। এ বইটি আপনাকে ইহুদিদের সেই সব জগৎ থেকে ঘুরিয়ে আনবে। ইতিহাস জানানোর পাশাপাশি তাদের বিশ্বাস, নীতি, চিন্তাভাবনার সাথে পরিচিত করিয়ে দেবে।