"সবার জন্য Vocabulary"বইটির শেষের ফ্লাপের কিছু কথা: বইয়ের এতটুকু পর্যন্ত যদি পড়ে থাকেন তাহলে আপনার Vocabulary শেখার ধকলটা যে। অনেকখানিই কমেছে এটা নিশ্চিত। এবার দরকার শুধু নিয়মিত চর্চার, আর সেটা করতে থাকলেই আমার বিশ্বাস আপনি পরিস্থিতি অনুযায়ী কীভাবে কোন ইংরেজি শব্দ ব্যবহার করা উচিত সেটাও ধরতে পারবেন। ইংরেজি শব্দভান্ডার সমৃদ্ধ করার এই যাত্রায় আপনার সঙ্গী হতে পেরে আমি আনন্দিত। আপনার সামনের দিনগুলাে যেন এই নতুন শেখা। স্কিলটার কারণে অনেক ভালাে হয় সেটা একজন। শিক্ষক নয়, একজন বন্ধু হয়ে সেই কামনা করছি। কোনাে একদিন দেখা হওয়ার প্রত্যাশা রইল। হয়তাে বইমেলায় কিংবা কোনাে ক্লাসে, নয়তাে নতুন কোনাে কোর্স টিউটোরিয়াল বা বইয়ের পাতায়। অভিনন্দন! বইটি শেষ করার মাধ্যমে Vocabulary শেখার Smart যাত্রায় আপনি। প্রথম ধাপ অতিক্রম করে ফেলেছেন। বইটি পড়ার সময়ে কি কখনও এমন মনে হয়েছে। “ইশ Vocabulary শেখার সাথে যদি Spoken English-টাও শিখে ফেলতে পারতাম?” কিন্তু কোচিং থেকে কোচিংয়ে দৌড়ানাের সময় কই? এর সমাধান পেতে । আমার ঘরে বসে Spoken English” কোর্সের মাধ্যমে ঘরে বসেই আপনার স্পােকেন। ইংলিশের দক্ষতাকে নিয়ে যান অ্যাডভান্সড লেভেলে। । এই বইয়ের মাধ্যমে Vocabulary শিখে, ও আমার স্পােকেন ইংলিশ। কোর্সের মাধ্যমে নিজের স্পিকিং স্কিল ঝালাই করে হয়ে উঠুন প্রাে।। আর কোর্স শেষে পাবেন সার্টিফিকেটও। ভিডিও লেকচারের সাথে কুইজ দিয়ে যাচাই করা যাবে নিজের প্রােগ্রেস।। আর শেখার সুবিধার্থে বাড়তি সংযােজন হিসেবে থাকছে ট্রান্সক্রিপ্ট, নােটস ও অডিওবুক। এই বইয়ের মাধ্যমে। Vocabulary শেখার পরে আমার কোর্সে স্পােকেন। ইংলিশ শিখে ঘরে বসে দুটোতেই হয়ে যান এক্সপার্ট।।
মুনজেরিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি তার মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি এখন বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১০০পার্সেন্ট স্কলারশিপে তার দ্বিতীয় মাস্টার্স করছেন ইংরেজি শিক্ষার ওপর। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম 10 Minute School এর একজন শিক্ষক এবং তার ভিডিও লেকচারগুলো এরই মধ্যে ২ কোটি ৫০ লক্ষ শিক্ষার্থীদের কাছে পৌঁছেছে। তার IELTS স্কোর 8.5। এছাড়াও তিনি 10 Minute School - এর মানবসম্পদ বিভাগের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত আছেন।