সাংবাদিকতা নিয়ে বাজারে এক প্রকার প্রোপাগান্ডা চালানো হয়—ইহা একটি মহৎ পেশা। এই প্রোপাগান্ডা গণমাধ্যমের শুরু থেকেই হয়তো এই পেশার মানুষেরা চালিয়ে আসছে। কিংবা যারা নিজেদের কালোকে আড়াল করার জন্য বা কালোর পক্ষে সাফাই গাওয়ার জন্য গণমাধ্যমে বিনিয়োগ করেছেন, তারা এই পেশার মানুষকে শাসন করার কৌশল হিসেবেই এই প্রোপাগান্ডাকে বেছে নিয়েছিলেন। নিপীড়িত পেশাজীবীরা এতে তুষ্ট থেকেছেন। আবার একে ঢাল হিসেবে ব্যবহার করে অনৈতিকতার সঙ্গে যুক্ত হয়েছেন। বাস্তবের চিত্র ভিন্ন। সমাজের বা বাজারের আর সকল পেশার মতোই দোষ-গুণে ভরা এই পেশাটি। তবে তফাত কী? অন্যের দোষ বাছতে ব্যস্ত এই পেশার মানুষেরা নিজেদের অপরাধ নিয়ে কথা বলেন না। অন্যরাও ভয়ে এদের ঘাঁটাতে চান না, নিজেরাই আরো ফেঁসে যাবার ভয়ে। তবে গণমাধ্যমে যে রূপান্তর ঘটছে, তার একটি সুফল হিসেবে দেখা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীরা কেউই ছাড় পাচ্ছে না। ভোক্তার জবাবদিহিতার মধ্যে তাদের পড়তে হচ্ছে। ভোক্তারাই গণমাধ্যমের ভনিতা ও ভণ্ডামিগুলো নিয়ে এসেছে সাধারণের হাতের মুঠোয়। এই পর্যবেক্ষণেরই নির্যাস ও উদাহরণ রয়েছে প্রায় দেড়-দুই দশক ধরে লেখা “একমুঠো গণমাধ্যম” এর রচনাগুলোতে। সূচীপত্র খবর কী? টিভি রিপোর্টিং ভিডিয়ো জার্নালিজম সোর্স অনুষ্ঠান নির্মাণ নিউজ প্রেজেন্টার মফসসলে টিভি সাংবাদিকতা ক্রাইম রিপোর্টিং মিডিয়া বাহিত ব্যাধি গণমাধ্যমে সনাতন ও নতুনের জয়-পরাজয় ঈশ্বরের নাম বিজ্ঞাপন
Tushar Abdullah অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে পথে নামা দশম শ্রেণীতে পড়তেই। সাংবাদিকতা তো অ্যাডভেঞ্চারই, তাই না? প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। ভেসে থাকা মিথ্যে থেকে আড়ালের সত্য বের করে নিয়ে আসতে হয়। এই রহস্য অভিযান চলছে পচিশ বছর। পত্রিকায় আট বছর কাটিয়ে টেলিভিশনে কাজ শুরু ১৯৯৯-তে। একুশে টেলিভিশনের মাধ্যমে টেলিভিশন সাংবাদিকতা শুরু। তারপর এটিএন বাংলা, আরটিভি, সিএসবি নিউজ, দেশ টেলিভিশন, যমুনা টেলিভিশন হয়ে সময় টেলিভিশন। নিজের আনন্দের জায়গা এখনো লেখালেখিতেই। ছোটদের নিয়েই প্রথম বই তোমাদের প্ৰিয়জন । তারপর লেখা হয়েছে- বাংলাদেশের পথে পথে, গাছ বন্ধু, ফুল বন্ধু, চল যাই নদীর দেশে, ভূত অদ্ভুত, চল বড় হই, তোমরা সুন্দর হও, ১৯৭১ গল্প নয়। সত্যি, গল্প বড় টেলিভিশন। শিশু-কিশোরদের আন্দোলন "কৈশোর তারুণ্যের বই নিয়ে এখনকার ছুটে চলা। এছাড়া নাটক, সিনেমার পাণ্ডুলিপি লেখা হচ্ছে। চলছে। নিয়মিত কলাম লেখা এবং সময় সংলাপ নামে একটি অনুষ্ঠানের সঞ্চালনা।