জনসংযোগ সম্পর্কিত ইংরেজি গ্রন্থ থাকলেও বাংলা গ্রন্থ নেই বললেই চলে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত গণমাধ্যম বিষয়ক গ্রন্থে জনসংযোগ বিষয়ে কিছু সংখ্যক নিবন্ধ আছে। জনসংযোগ সম্পর্কিত সংকলিত দু’একটি গ্রন্থও রয়েছে। বাংলা ভাষায় জনসংযোগ বিষয়ের গ্রন্থের স্বল্পতা হেতু আমি এই গ্রন্থ প্রকাশে উৎসাহিত হয়েছি। এ গ্রন্থে জনসংযোগ তত্ত্ব ও তথ্যের পাশাপাশি চাকরি জীবনের পেশাগত অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীদের পাঠ্যক্রম অনুশীলনে এবং জনসংযোগ পেশাজীবীদের কার্যক্রমে এ গ্রন্থ সহায়ক হতে পারে। এ গ্রন্থ সম্পর্কে ‘প্রসঙ্গ কথা’ লিখেছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং সাবেক প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান। আমি তাঁর কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান শেখ আদনান ফাহাদ এবং বিভাগীয় শিক্ষক সালমা আহ্মেদ-এর প্রতি, তাঁরা আমার গ্রন্থের প্রথম পাণ্ডুলিপি পড়েছেন এবং গ্রন্থটি প্রকাশ করার ক্ষেত্রে উৎসাৎ দিয়েছেন। ড. মোহাম্মদ মহিউদ্দিন (আহমেদ সুমন) জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় সাভার, ঢাকা।