জন্মের সূচনালগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষা অধিকার, অন্যায়ের তীব্র প্রতিবাদ, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের সাত দশকের সবচেয়ে সফল ও সাহসী এই ছাত্র সংগঠন। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠালগ্ন থেকে বঙ্গবন্ধু সম্পর্কিত নানা তত্ব ও তথ্য সম্বলিত ইতিহাস নানাভাবে খন্ড খন্ডরূপে প্রকাশ পেলেও কোনো বইয়ে, তথা এক মলাটে এভাবে সংকলিত হয়ে ওঠেনি। সেদিক থেকে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ ছাত্রলীগ’ এই বইটি একটি সময়োপযোগী কাজ বলা যায়। ছাত্রলীগ প্রতিষ্ঠার পটভূমি, ছাত্রলীগের প্রতিষ্ঠাকালিন সময়ের কথা, নানা ক্ষেত্রে ছাত্রলীগের অবদান, ছাত্রলীগ সম্পর্কিত বঙ্গবন্ধুর সকল ভাষণ, তৎকালীন ছাত্রলীগ সভাপতি কর্তৃক শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদান, আওয়ামী লীগ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর পাশে বাংলাদেশ ছাত্রলীগ, যুক্তফ্রন্ট নির্বাচনে ছাত্রলীগের নবদিগন্ত উন্মোচন, ‘ছয়দফা’ আদায়ে ছাত্রলীগের ভূমিকাসহ নানা তথ্য উপাত্ত এই বইটিতে সন্নিবেশিত করা হয়েছে অতি গুরুত্ব ও প্রয়োজনানুসহকারে। বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস ও অজানা নানা তথ্য সংম্বলিত এই বইটি সকল ছাত্র/ছাত্রী ও ইতিহাস জানার আগ্রহি পাঠকদের সংগ্রহে রাখার মতো অসামান্য একটি বই।