প্যারাডক্স অব মাই লাইফ। যা হবার নয় তাই হয়েছে, যা ঘটার নয় তাই ঘটেছে। রাজনীতিতে এসেছি রাজনীতি করবাে না বলেই। লেখালেখি করবাে এই দুঃসাহস দুর্ঘটনা ছাড়া আর কিছুই না। প্রেমপত্র লেখা হয়নি, ভালােবাসাহীন হৃদয়ে ভালােবাসার রােমাঞ্চকর কোনাে ভাষা খুঁজে পাইনি বলে। বন্ধুরা বলতাে কাঠখােট্টা। কি কয় কিছুই বােঝা যায় না। তুই বরং শ্লোগান দিয়ে মিছিল করে আয়। বােরিং হয়ে যাচ্ছি পরীক্ষা দিতে দিতে। আর ভালাে লাগছে না। পরীক্ষা বন্ধ কর। বন্ধুরা কখনােই আমাকে নেতা মানতাে না। কিন্তু পরীক্ষার আগে আমার চেয়ে বড় নেতা ওদের চোখে আর কেউ নেই। পরীক্ষার পিএল পিছাতে হবে। পরীক্ষা বন্ধ করতে হবে। এ ব্যাপারে সর্বদলীয় ঐক্যমত। ফ্ল্যাশ ব্যাক টু বুয়েট লাইফ। তিন দশক আগের বুয়েট এবং বুয়েট বন্ধুদের নস্টালজিক স্মৃতিই হচ্ছে এই লেখা, এই বই।
'Sorry to say we don't do that pollitics' folct cocais 63767769 খারাপ করে মনের অজান্তেই। রাজনীতিতে উৎসাহ না জোগালেও আমার বউ এর এই লেখাতে উৎসাহের ঘাটতি ছিলাে না। মেয়ে নাহিয়ানের প্রশ্ন ‘বাবা বইমেলাতাে চলে যাচ্ছে কবে বই বের করবে? ছেলে রাইয়ান বই এর প্রচ্ছদের পােস্টার ছেপে দিয়েছে হাউজিং কমপ্লেক্স-এর দেওয়ালে। আর বলছে, বাবা আমি বন্ধুদের কাছে এই বই বিক্রি করবাে।
মেয়ে বলছে ‘বাবা তােমার গ্রামের আদিবাসী শিশুরা কি বইয়ের অভাবে লেখাপড়া করতে পারছে না? ছেলের হাজারাে প্রশ্ন ‘বাবা তুমি কি বই বিক্রির সব টাকা ওদের দিয়ে দেবে? এই লেখাটা বই আকারে কখনােই দাঁড়াতাে না যদি বন্ধু স্থপতি মামুন লেখক সুমন্ত আসলামের সাথে আমাকে পরিচয় করিয়ে না দিতাে। আর লেখক সুমন্ত আসলাম-এর মাধ্যমেই পরিচয় মমমআ জাকারিয়া-এর সাথে। এতাে দরদ, এত আন্তরিকতা দিয়ে কেউ কোনাে কাজ করতে পারে এই ভাইটির সাথে পরিচয় না হলে আমার অজানাই থেকে যেতাে।
লেখক, সাহিত্যিক কলামিস্ট আনিসুল হক বলেছেন ‘বই এর কথাগুলাে মাইকে বলতে পারবেন তাে?' আর স্থপতি ইয়াফেস ওসমান যখন বলেন ‘ওয়েল ডান আতাউল। ভালাে লিখেছাে। কাউকে না কাউকে তাে ইতিহাসের পথে হাঁটতেই হবে।
তখন আমি সাহসী হয়ে উঠি। আর মনে মনে ভাবি তাহলে তাে কিছু একটা হলাে। এর মাঝে চোখ বুলিয়েছেন ইংরেজী সাহিত্যের মানুষ। অবসরপ্রাপ্ত সরকারের অতিরিক্ত সচিব রবীন্দ্রনাথ রায়, বােহিমিয়ান মানুষ লেখক জাঁনেসার ওসমান।