নাটকাভিনয় তিলোত্তমা শিল্প। নাট্যশাস্ত্রে বলা হয়েছে-এমন কোনো শিল্প নেই, এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো কর্ম নেই, যা নাটকে নেই। আর নট বা অভিনেতা তিনিই, যিনি রসভাব সংযুক্ত লোকবৃত্তের অভিনয় করেন। নাট্যশাস্ত্রে চার প্রকার অভিনয়ের কথা বলা হয়েছে। আঙ্গিক, বাচিক, আহার্য, সাত্ত্বিক। এর মধ্যে বাচিকাভিনয়কে বলা হয়েছে নাট্যের শরীর। অভিনেতার চরিত্র চিত্রণের ও প্রকাশের অন্যতম উপাদান বাচন। প্রাচ্য ও পাশ্চাত্যের প্রায় সকল নাট্যপ-িতগণ এ কথা স্বীকার করেছেন। প্রাচ্য ও পাশ্চাত্যের নাট্যপ-িতগণের বাচিকাভিনয় ভাবনা, অনুশীলন ও প্রয়োগ নিয়ে তুলনামূূলক বিশ্লেষণ ও আলোচনা এই গ্রন্থের মূখ্য বিষয়। বাংলা ভাষার প্রমিত উচ্চারণবিধি নিয়ে আলোচনা বিশেষ ভাবে গুরুত্ব পেয়েছে এই গ্রন্থে। লেখকদ্বয়ের দীর্ঘ শিক্ষকতা জীবনে বাচিকাভিনয় বিষয়ে শ্রেণিকক্ষের অভিজ্ঞতাপ্রসূত অনুশীলন এবং বিশ্বের বিখ্যাত নাট্যপ-িতদের ভাবনা ও অনুশীলনের মেলবন্ধন ঘটাবার প্রয়াস এ গ্রন্থ যা নাট্যকলা, চলচ্চিত্র, টেলিভিশন মাধ্যম ও বেতারের অভিনেতা, ছাত্রছাত্রী ও আবৃত্তি শিল্পিদের প্রয়োজনীয় বলে বিবেচিত হতে পারে। এমনকি যারা দৈনন্দিন জীবনে নান্দনিক বাচনের আগ্রহ অনুভব করেন তাঁরাও এই গ্রন্থপাঠে উপকৃত হবেন বলে আশা করা যায়।