দায়িত্বমূলক বিধি-বিধান পাঁচ প্রকার: ১. ওয়াজিব (অবশ্য পালনীয় বিধান): 'শরী'আত প্রণেতা আবশ্যকতার ভিত্তিতে যা পালনের আদেশ করেন, তাকে ওয়াজিব বলে। ওয়াজিব আনুগত্যের ভিত্তিতে পালনকারী ছাওয়াব প্রাপ্ত হবে এবং বর্জনকারী শাস্তির যোগ্য হবে। এটিকে ফরয, ফারীযা, হাম, লাযেম নামেও অভিহিত করা হয়। ২. মানদূব (পালন করা বাঞ্ছনীয়): মানদূব এমন বিষয়কে বলা হয়, যা আনুগত্যের ভিত্তিতে পালনকারীকে ছাওয়াব দেওয়া হবে। তবে পরিত্যাগকারীকে শাস্তি দেয়া হবে না । একে সুন্নাত, মাসনূন, মুস্তাহাব ও নফল নামে অভিহিত করা হয়। ৩. হারাম (পালন করা নিষিদ্ধ): হারাম এমন বিষয়, যা আনুগত্যের ভিত্তিতে বর্জনকারী ছাওয়াব পাবে এবং পালনকারী শাস্তিযোগ্য বিবেচিত হবে। এটাকে মাহর (নিষিদ্ধ) ও মামনু' (নিষিদ্ধ) বলা হয়। ৪. মাকরূহ (পালন করা নিন্দনীয়): মাকরূহ কাজ আনুগত্যের ভিত্তিতে বর্জনকারী ছাওয়াব পাবে এবং তা পালনকারীকে শাস্তি দেয়া হবে না। ৫. মুবাহ (পালন করা বৈধ) : মুবাহ বিষয়টি যতক্ষণ পর্যন্ত মুবাহ হিসাবে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার উপর কোন ছওয়াব বা শাস্তি কোন কিছুই বর্তাবে না। এটিকে 'হালাল' বা 'জায়েয' নামেও নামকরণ করা হয়।