আমরা যা লেখালেখি করি তারা এই বই পড়ে নিজেদের লেখার মান উন্নয়ন করতে পারি। এতে লেখা আরো উন্নত মানের হবে। #Recommend
Read More
Was this review helpful to you?
By Faysal Al Mamun,
27 Feb 2022
Verified Purchase
লেখার মান বাড়াতে পড়া যেতে পারে।
Read More
Was this review helpful to you?
By AA Milon,
06 Apr 2022
Verified Purchase
লেখা লেখির জন্য ভালো বই
Read More
Was this review helpful to you?
By atanu roy,
18 Jul 2022
Verified Purchase
very good
Read More
Was this review helpful to you?
By Mehedi Hasan Rasel ,
24 Jan 2022
Verified Purchase
Not Bad
Read More
Was this review helpful to you?
By নাসরিন আক্তার,
16 Nov 2021
Verified Purchase
#বুক_রিভিউ
সূচনা : _________
“যদি আপনি লেখক হতে চান, লিখুন।” --- এপিকটেটাস
আপনি লেখক কীনা, তা প্রকৃত প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে, আপনি কোন ধরনের লেখক? আপনি কি এমন লেখক, যে মুড হলে লিখে? আপনি কি অনুপ্রেরণা পাওয়ার জন্য অপেক্ষা করেন এবং বছরে মাত্র কিছু সময় লিখেন? লেখা কি আপনার শখ নাকি আপনি এটিকে ক্যারিয়ার বানাতে চান? আপনার কি বই প্রকাশের লক্ষ্য আছে? আপনি কি আপনার লেখার উন্নতি করতে চান?
যদি তা হয়, তাহলে আপনাকে লেখার সাথে একটি অঙ্গীকার করতে হবে। আর কি অঙ্গীকার করতে হবে তা জানতে হলে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে “লেখা ভালো করার ১০টি উপায়” বইয়ের পাতায়।
বইটির প্রেক্ষাপট : ____________________
বইটিতে রয়েছে মোট ১০টি অধ্যায়। অর্থাৎ লেখালেখি ভালো করার ১০টি উপায় নিয়ে সজ্জিত বইটি। উপায়গুলোর কয়েকটি নিম্নে সংক্ষিপ্ত আলোচনা করা হলো---
★ বই পড়া: ভালো লেখার জন্য যে দুইটি কাজ অবশ্যই করতে হবে, তা হলোঃ পড়া ও লেখা। এই দুটি কাজের বদৌলতে বাকি কাজগুলো করার তাড়না বোধ করবেন আপনি। এই দুটি কাজ দম্পতির মতো। পড়া ও লেখা একে অপরকে ছাড়া থাকতে পারে না। তারা একে অপরের উপর নির্ভরশীল।
★ রিভিশন: কিছু কিছু লেখক রিভিশন প্রক্রিয়াকে ভালোবাসেন, অন্যরা এ কাজে বিরক্ত হন। রিভিশন সম্পর্কে আপনার মন্তব্য যা-ই হোক না কেন, একটা কথা নিশ্চিত, তা হলো; আপনি যদি ভালো লিখতে চান তাহলে রিভিশন নিশ্চিতভাবে অপরিহার্য।
★ ব্যাকরণ: লেখার সময় ব্যাকরণ, বানান ও বিরামচিহ্নের নিয়ম জানা থাকাটা উপকারী। এতে আপনার লেখা সহজে অগ্রসর হবে এবং বাক্য সঠিক হলো কীনা, তা পরখ করার জন্য বারবার লেখা থামাতে হবে না। আপনি আপনার আইডিয়া ও দৃশ্যপটের প্রতি সম্পূর্ণ মনোযোগ রেখে লিখতে পারবেন।
★ দক্ষতা: এমন লোকের সংখ্যা খুবই কম, যারা লিখতে বসেই কোনো পরিকল্পনা বা প্রস্তুতি ছাড়াই লিখতে পারেন। তারা প্রতিটি প্রজেক্টের জন্য একটি ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করেন এবং এ নিয়ে খুব একটা ভাবেন না। তারা তাদের প্রক্রিয়া সম্বন্ধে সচেতন না থাকলেও, তারা চাইলে স্মৃতিচারণ করে বলতে পারেন যে, কোনো একটি লেখা সম্পন্ন করার জন্য তারা কোন প্রক্রিয়া অবলম্বন করেছেন।
উপরোক্ত উপায়গুলো ছাড়াও লেখা ভালো করার আরো বেশ কয়েকটি উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বইটিতে।আবার কিছু অধ্যায়ের শেষে দেখা যায়, লেখা নিয়ে পাঠকের ভাবনার জগত আরো উন্নত হওয়ার জন্য লেখক ছুঁড়ে দিয়েছেন বেশ কয়েকটি প্রশ্ন কিংবা আদেশ- উপদেশ। যা পড়ে লেখালেখি নিয়ে আগ্রহী পাঠকমাত্র-ই উপকৃত হবেন।
পাঠ প্রতিক্রিয়া : ___________________
বই পড়া শুরুর পর থেকেই লেখালেখি নিয়েও আমার প্রচন্ড আগ্রহ জন্মায়। খুব করে ইচ্ছে করে আমিও অন্যদের মতো লিখি। কিন্তু আমি তো লেখালেখির কিছুই বুঝিনা। আমাকে লিখতে হলে শুরুটা কিভাবে করতে হবে, লিখার জন্য আমার কি কি প্রয়োজন, কোন কোন পদ্ধতি অবলম্বন করে ভালো লিখা যায়, একজন ভালো লেখিকা হতে গেলে কোন গুণগুলো নিজের মধ্যে থাকা দরকার--- এসবের কিছুই জানা ছিল না আমার। এমতাবস্থায় একদিন “লেখা ভালো করার ১০টি উপায়” বইটি সংগ্রহ করার সৌভাগ্য হয় আমার। প্রবল আগ্রহ নিয়ে বইটি পড়া শুরু করি। বইটি পড়ে আমি লেখালেখির খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে লেখা ভালো করার অনেক গুরুত্বপূর্ণ বিষয়েও বিস্তারিত জানতে পারি। যা আমার লিখার যাত্রা আরম্ভ করতে সাহায্য করে এবং অনুপ্রেরণা দেয়। এ ধরনের গুরুত্বপূর্ণ একটি বই পড়ে আমি সত্যিই অনেক আনন্দিত!
★ অনুবাদক সম্পর্কে : _________________________
বইয়ের পাতায় জমাটবদ্ধ অক্ষরের ঘ্রাণ নিতে, একজন সাধারণ মানুষ হয়ে ওঠে শব্দের কারখানা। মানুষটির অান্তরিকতার চাদরে এসে আটকায় আরো কিছু শিল্প। তৈরি হয় একজন শিল্পী, গুণের সাগরে ভাসতে থাকে কিছু বিশেষ্য-- কিবোর্ডের, প্রচ্ছদশিল্পী ও অনুবাদকসহ আরো কত কী!
জহিরুল হক অপি'র নামের পাশে বিশেষণ হিসেবে শোভা পায় শব্দগুলো। এ পর্যন্ত মৌলিক বই লিখেছেন চারটি: সাস্পিশান; ব্ল্যাক; নিদাঘ; কিছুটা কবিতা, তারপর তুমি।
২০২০ সালে তারই অনুবাদে প্রজন্ম পাবলিকেশন থেকে প্রকাশিত হয় মেলিসা ডোনোভানের Adventures In Writing সিরিজের প্রথম বই “লেখালেখির ১০১টি অনুশীলন”।
বইটির গুরুত্ব : ___________________
আগেও বলেছি, লেখা ভালো করার চমৎকার ১০ টি উপায় নিয়ে সাজানো এ বইটি। অত্যন্ত সাধারণ, তবে কার্যকরী কিছু অভ্যাস আয়ত্ত করার মাধ্যমে পাঠক কিভাব তার লেখাকে আরো সমৃদ্ধ করতে পারবেন তা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বইটিতে। বইটিতে প্রদত্ত ১০টি উপায়ের সবকটি পাঠকের লেখালেখির দক্ষতা বাড়াবে এবং নৈপুণ্যতাকে আরও পরিপূর্ণ করে তুলবে। বইটিতে বেশকিছু অনুপ্রেরণামূলক উক্তির পাশাপাশি ভাবনা ও আলোচনার জন্য প্রয়োজনীয় প্রশ্ন ও কার্যাবলী দেওয়া আছে। যা একজন লেখালেখিতে আগ্রহী পাঠক তার লেখায় প্রয়োগ করে লেখাকে আরো একধাপ উঁচুতে নিয়ে যেতে পারবেন।
কয়েকটি সুন্দর উক্তি : __________________________
বইটি রয়েছে অসংখ্য সুন্দর ও গুরুত্বপূর্ণ উক্তি। নিম্নে কয়েকটি উল্লেখ করা হলো--
★ লেখা সমৃদ্ধ করার একমাত্র পথ হচ্ছে বই পড়া।
★ বই আমাদেরকে এমন জ্ঞান দেয়, যা প্রকৃত অভিজ্ঞতার কাছাকাছি।
★ বই পুড়িয়ে ফেলার থেকেও নিকৃষ্ট অপরাধ আছে। তার মধ্যে একটি হলো, বই না পড়া।
★ বই কল্পনার দ্বার, জ্ঞানের ফোঁয়ারা এবং মানুষের সাথে আবেগিক ও বুদ্ধিগতভাবে সম্পর্ক স্থাপনের মাধ্যম।
★ পেশাদার লেখক হলেন একজন অপেশাদার, যিনি হার মানেননি।
★ কোনোকিছুকে ভালো বলাটাই যথেষ্ট নয়; সেটির মধ্যে ভালো বলার যোগ্যতা থাকতে হবে।
★ আপনি মার্কেটিং সম্পর্কে যত বেশি জানবেন, আপনার বই ততো বেশি বিক্রি হবে।
বইটি কাদের জন্য : _______________________
“লেখা ভালো করার ১০টি উপায়” বইটি যেকোনো রাইটিং গ্রুপ, ক্লাস ও ওয়ার্কশপে ব্যবহারযোগ্য। যারা লিখতে আগ্রহী কিংবা লেখালেখিতে একদম নতুন তাদের জন্য বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। বইটি পড়ে তারা লেখা ভালো করার অনেক বিষয়ে জানতে পারবে এবং লেখালেখি নিয়ে অনেক সমস্যার সমাধানও পাবে।
এছাড়াও যেসব লেখক ব্যক্তিগতভাবে নিজেদের লেখাকে নিয়ে যেতে চান আরেকধাপ উঁচুতে, তাদের জন্যও বইটি আদর্শস্বরূপ।
আলোচনা ও সমালোচনা : ______________________________
প্রজন্ম প্রকাশনীর পড়া আমার প্রথম বই “লেখা ভালো করার ১০টি উপায়” বইটি। বইটি পড়ে অজানা অনেক কিছুই জানতে পেরেছি। বইটি আকর্ষণীয় শব্দাবলি ও সুন্দর বাক্যমালার সমন্বয়ে রচিত। এছাড়া বইটির বাইন্ডিং, প্রচ্ছদ, পৃষ্ঠাসজ্জাও ছিলো প্রশংসনীয়।
আমার মতে বইটির সমালোচনা করার মতো যদি কিছু থাকে, তাহলে সেটা হচ্ছে টাইপিং মিস্টেক। বেশকিছু টাইপিং মিস্টেকের কারণে পাঠক বইটি পাঠ করার সময় বিরক্তবোধও করতে পারেন বলে মনে করি। পরবর্তী সংস্করণে যদি টাইপিং মিস্টেকের দিকে একটু নজর দেওয়া হয় তাহলে সব মিলিয়ে বইটি আরো চমৎকার হবে বলে আশা রাখি।
পরিশেষে বলতে চাই, প্রজন্ম পাবলিকেশনকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের গুরুত্বপূর্ণ একটি বই পাঠকমহলে উপহার দেওয়ার জন্য। প্রিয় প্রকাশনী ও বইটির জন্য রইলো অনেক অনেক শুভকামনা!
বই পরিচিতি : ___________________
বইঃ- লেখা ভালো করার ১০টি উপায় মূলঃ- মেলিসা ডোনোভান রূপান্তরঃ- জহিরুল হক অপি পৃষ্ঠা সংখ্যাঃ- ১৬০ প্রচ্ছদ মূল্যঃ- ৩০০ প্রকাশনীঃ- প্রজন্ম পাবলিকেশন
Read More
Was this review helpful to you?
By গ্রন্থান্বেষী,
07 Nov 2021
Verified Purchase
🔰প্রারম্ভিক কথনঃ ❝ সোজাসাপটা কথা এই যে, যদি আপনার কাছে বই পড়ার সময় না থাকে, তাহলে আপনার কাছে বই লেখারও সময়( বা উপাদান) নেই।❞- স্টিফেন কিং . লেখালেখি আপনার নেশা হোক বা পেশা উভয় ক্ষেত্রেই আপনি চাইবেন নিজের কলমকে আরো সমৃদ্ধ করতে, নিজের লেখার মানকে আরো এক ধাপ উঁচু করতে। লেখার মান উন্নত হলে যেমন পাঠক আপনার লেখা পড়ে তৃপ্তি পাবে ঠিক তেমনই আপনি নিজেও তৃপ্তি-বোধ করবেন। মানহীন লেখনী পাঠকের পড়ার আগ্রহ নষ্ট করার জন্য যথেষ্ট একটি কারণ। . অত্যন্ত সাধারণ, তবে কার্যকরী কিছু অভ্যাস আয়ত্ত করার মাধ্যমে আপনি আপনার লেখাকে আরও সমৃদ্ধ করে তুলতে পারবেন, লেখালেখির শিল্পকে পরিণত করতে পারবেন দক্ষতায়। যার জন্য কেবল প্রয়োজন সংকল্প ও আত্মশাসন।
📃 পাঠসজ্জাঃ বইপড়া,লেখা,রিভিশন,ব্যাকরণ,দক্ষতা,প্রক্রিয়া,মন্তব্য,সরঞ্জাম ও রিসোর্স ম্যাটেরিয়াল, সৃজনশীলতা ও অনুপ্রেরণা,সম্প্রদায়, প্রকাশনা শিল্প ও পাঠক মোট দশটি অধ্যায়ে বিভক্ত এই বইটির প্রতিটি অধ্যায়ই চমৎকার সব নির্দেশনায় ভরপুর।
◾বইটি সম্পর্কেঃ জহিরুল হক অপির অনুবাদে প্রজন্ম পাবলিকেশন থেকে প্রকাশিত হয় মেলিসা ডোনোভানের ❝ Adventures in writing❞ সিরিজের প্রথম বই ❝লেখা ভালো করার ১০টি উপায়।❞ মূলত 10 Core Practice For Better Writing বইটির বাংলা অনুদিত রূপ এটি।
🟧 মূল্যায়নঃ
◾ প্রাঞ্জল ভাষায় অনুদিত হওয়ায় বইটি বেশ সুখপাঠ্য। ◾ গুরুত্বপূর্ণ টপিকগুলো এমনভাবে পয়েন্ট আকারে দেওয়া রয়েছে যা সহজেই দৃষ্টিগোচর হবে। ◾ প্রতিটি অধ্যায়ের শুরুতে বিশিষ্ট লেখকদের চমৎকার কিছু উক্তি রয়েছে। ◾ বইটি পড়ে আরও সুন্দরভাবে লেখার অনুপ্রেরণা পেয়েছি। ◾ প্রায় বিশ-একুশটি শব্দের টাইপ মিস্টেক চোখে পড়েছে, (যেমনঃ জন্য এর জায়গায় জন্য ) হয়ে গেছে। আশাকরি পরবর্তী সংস্করণে ভুলগুলো শুধরে নেবেন কতৃপক্ষ। ◾ পুরো বইয়ে ভুল বানানের সংখ্যা তুলনামূলকভাবে কম। . শখের বশে লিখতে শুরু করি । সবসময়ই চাই নিজেকে উন্নত করতে, নিজের লেখাকে সম্মৃদ্ধ করতে চাই। বইটি পড়ে শেষ করার পর উপলব্ধি করলাম এতদিন বহু ভুল পদ্ধতি ব্যবহার করেছি লেখার জন্য। বেশ চমৎকার কিছু কৌশল সম্পর্কে জানতে পেরেছি, কিছু ভুল সম্পর্কে জেনেছি যা বর্জন না করলে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে জীবনে এবং স্বাস্থ্যের ওপর। বইটিতে উল্লেখ করা কিছু কৌশল আমি নিজে ইতোমধ্যে প্রয়োগ করতে শুরু করেছি, এবং সামান্য হলেও অগ্রগতি লক্ষ্য করছি।
◼️বইটি কাদের জন্য? যারা লেখালেখির সঙ্গে জড়িয়ে আছেন তাদের জন্য বইটি বেশ উপকারী হবে বলে আমি মনে করছি। লেখার মান উন্নয়ন করার জন্য দারুণ কিছু কৌশল সম্পর্কের জানবেন যা সঠিকভাবে অনুসরণ করলে অবশ্যই তার সুফল পাবেন। হয়তো এমন কিছু তথ্য জানবেন যা আগে জানা ছিলো না। মোটকথা, বইটি পড়ে অবশ্যই উপকৃত হবেন এটুকু আশ্বাস দিতে পারি।
◼️বই থেকে পছন্দের কিছু অংশঃ 🔸️ লেখালেখির জীবনটা অনন্য। আমরা একা একা অনেক সময় কাটিয়ে দিই, আমাদের সঙ্গী হিসেবে থাকে শব্দ ও আইডিয়া। আমরা শব্দ, পান্ডুলিপি, নোটবুক, কলমে নিমগ্ন থাকি। আমরা কঠোর সময়সীমার মধ্যে থেকে কাজ করি, নিয়মিত টাইপিং মিস্টেক ধরার কাজে ব্যস্ত থাকি। যখন অন্যরা তাদের প্রিয় টিভি শো উপভোগ করে বা সমুদ্রসৈকতে শুয়ে সূর্যস্নান করে, তখন আমরা ব্যস্ত থাকি কিবোর্ডে, আমাদের লেখার কাজে।
🔸️ আপনি যেভাবেই লক্ষ্যে পৌঁছান না কেন, আমি আশা করি আপনি নিজের প্রতি সত্য থেকেই সেখানে পৌঁছাবেন। আপনার হৃদয়ে যা আছে, তা-ই লিখুন। কী জনপ্রিয় বা বিক্রি হয়, তা নিয়ে ভাববেন না।
📘এক নজরে বইটি বইঃ লেখা ভালো করার ১০টি উপায় লেখকঃ মেলিসা ডোনোভান অনুবাদকঃ জহিরুল হক অপি প্রকাশনায়ঃ প্রজন্ম পাবলিকেশন পৃষ্ঠাসংখ্যাঃ১৬০ হার্ড কভার মুদ্রিত মূল্যঃ ৩০০৳
Review By Fahmida Afrin
Read More
Was this review helpful to you?
By kulsuma mily,
08 Nov 2021
Verified Purchase
রিভিউ
প্রতিটি মানুষ কিছু না কিছু গুণে গুণান্বিত হয়ে থাকে। কেউ ভালো কবিতা লিখে কেউ বা গল্প উপন্যাস। একজনের লেখকের লেখার পাশাপাশি প্রয়োজন হয় অনুপ্রেরণার। তাদের এই লেখার অভ্যাসের মান উন্নত করতে, অনুপ্রেরণা জোগাতে, নতুন নতুন আইডিয়া তৈরি করার ধারণা সৃষ্টি করতে প্রজন্ম পাবলিকেশন উপস্থাপন করেছে একটি ভিন্ন ধাঁচের বই " লেখা ভালো করার ১০টি উপায় "।
বইটির বিষয়বস্তু. ---------------------- বইটির ১৬০ পৃষ্টায় দশ ধাপে সজ্জিত হয়েছে। বই পড়া, লেখা, রিভিশন, ব্যাকরণ, দক্ষতা, প্রক্রিয়া, মন্তব্য, সরঞ্জাম ও রিসোর্স ম্যাটেরিয়াল, সৃজনশীলতা ও অনুপ্রেরণা, সম্প্রদায়, প্রকাশনা শিল্প ও পাঠক ইত্যাদি। নিম্নে সংক্ষেপে কয়েকটি তুলে ধরা হলো-
🔸বই পড়া- একজন লেখক হয়ে উঠতে হলে প্রথমেই প্রচুর বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। যার কাছে বই পড়ার সময় নেই সে কখনো ভালো লেখক হতে পারেনা। একজন লেখক কে লেখার ব্যক্তিগত স্বরুপ উদঘাটনের জন্য সব ধরনের বই পড়ে দেখতে হবে। জ্ঞান এবং অনুপ্রেরণার জন্য বই পড়ার কোনো বিকল্প নেই।
🔸লেখা- যদি আপনি লেখক হতে চান, লিখুন। এটা চিরন্তন সত্য কথা। বেশি বেশি লেখা চর্চার মাধ্যমে লেখার মান উন্নত হয়। চর্চাই একজন অপেশাদারকে পেশাদার করে তোলে। লেখার জন্য নির্দিষ্ট সময় তৈরি করা। সব সময় সাথে একটা নোট বা ডায়েরি রাখা। প্রাকৃতিক ও সৃজনশীল উপায় পেলেই নোট করে রাখা।
🔸রিভিউশন- সব থেকে সেরা লেখা হচ্ছে পুনরায় লেখা। বার বার পড়ার মাধ্যমে লেখায় নতুনত্ব আসে, নতুন নতুন আইডিয়া আসে, প্রাথমিক ধাপে কিছু শব্দ দিয়ে লেখা হলেও পরবর্তীতে এগুলোর শব্দ চয়নে নতুনত্ব আনা। বার বার পড়া, সংশোধন করা দৃশ্যের ধারাবাহিকতা, চরিত্রে নাম, প্লট পুননির্মাণ করা ইত্যাদি।
🔸দক্ষতা- কেউ জন্ম থেকে পড়তে বা লিখতে পারেনা। সবাইকে সবার নিজের মেধাশক্তি দিয়ে দক্ষতা অর্জন করতে হয়। দক্ষতা অর্জনের জন্য নিয়মিত লেখা এবং শব্দভাণ্ডার বিস্তৃত করা গুরুত্বপূর্ণ । শব্দচয়ন, শব্দভাণ্ডার, বাক্যগঠন, প্যারাগ্রাফ, অভিধান ইত্যাদি বিষয় গুলোতে পারদর্শী হওয়া প্রয়োজন।
এরকম আরও কয়েকটি ধাপ দিয়ে অনবদ্য একটি সাজেশন হবে বইটি। একজন পাঠক পড়ার পাশাপাশি পাবে লেখক হয়ে ওঠার অনুপ্রেরণা।
বইটি পড়ার প্রয়োজনীয়তা- ------------------------------------- 🔸ছোটখাটো লেখা থেকে নিজের লেখা মান উন্নত ও সমৃদ্ধি করতে, লেখালেখির শিল্পকে পরিণত করতে, শব্দচয়ন, শব্দভাণ্ডার বিস্তৃত করতে, নির্ভুলতম মানসম্মত লেখার জন্য, নিজের লেখার মানকে আরেকধাপ উঁচুতে নিয়ে যেতে, লেখালেখির জন্য অনুপ্রেরণা অর্জন করতে বইটি মূখ্য ভূমিকা পালন করবে। বইটিতে ১০টি এমন সব অসাধারণ ও চমৎকার বিষয় গুলো তুলে ধরা হয়েছে যা আপনার লেখালেখির দক্ষতা বাড়াবে এবং নৈপুণ্যতাকে আরও পরিপূর্ণ করে তুলবে।
আলোচনা-সমালোচনা. ------------------------------- প্রজন্ম প্রকাশনী মানে সম্পূর্ণ ভিন্ন ধাঁচের ভিন্ন স্বাদের চমক। " লেখা ভালো করার ১০টি উপায় " এটিও অসাধারণ একটি চমক। মনে হয় এরকম একটি বই এই প্রথম পাঠক এবং লেখকের সামনে উপস্থাপন হয়েছে। কম বেশি সবাই ই লেখার সাথে যুক্ত তাই এই ধরনের বই নতুন লেখকদের জন্য অত্যন্ত জরুরী ও গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সমালোচনা করার মত বই'ই নয় এটি। তবে কিছু কিছু টাইপে ভুল হয়েছে কিন্তু সেটার জন্য না বুঝার মত তেমন গুরুতর নয়।
বইটি লেখা সমৃদ্ধ করার পাথেয় হোক প্রতিটি লেখকের।
বই: লেখা ভালো করার ১০ টি উপায় লেখক: মেলিসা ডোনোভান রুপান্তর: জহিরুল হক অপি প্রকাশনী: প্রজন্ম পাবলিকেশন প্রচ্ছদ মূল্য: ৩০০/-
Read More
Was this review helpful to you?
By Rashed,
08 Nov 2021
Verified Purchase
***রিভিউ***
প্রাককথন : _________ কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সৈয়দ শামসুল হক বলেন, কোনো রঙমিস্ত্রি দেয়াল রঙ করতে পারে বলে, সে কিন্তু ক্যানভাসে নিজেকে চিত্রশিল্পী হিসেবে প্রমাণ করতে চাইবে না। তবে কেনই যেন লেখালেখির জগতে লিখতে পারলেই লেখক হওয়ার স্বপ্ন দেখি। (সূত্র : মার্জিনে মন্তব্য)
আমাদের অবস্থা অনেকটা সেরকমই। আমরা চিঠি লিখি, ডায়রি লিখি, বাজারের জিনিসপত্রের তালিকা লিখি—সুতরাং আমরাও লেখক। আমরা মনে করি, লেখক হতে ভাষা শেখা এবং অনুশীলনের প্রয়োজন বুঝি এখন আর নেই। আসলে লেখালেখি এত সহজ না, আবার অত কঠিনও না। আপনি যদি মোটাদাগে কয়েকটি পয়েন্টের ওপর মেহনত করেন—আশা করা যায় আপনিও ভালো লেখক হতে পারবেন। লেখিকা খুব যতন করে লেখালেখির ওপর বাছাইকৃত দশটি উপায় দিয়ে বইটি সাজিয়েছেন। প্রতিটি অধ্যায়ে আরও আনুষঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন।
পাঠ অনুভূতি : ____________ মেলিসা ডোনোভান-এর এ বইটি লেখালেখির সাধনায় আমার উপকারে এসেছে। প্রতিটি অধ্যায়ের প্রারম্ভে লেখক গুণীজনের উক্তি এনেছেন। প্রথম পাতা খুললেই আছে স্টিফেন কিং-এর সেরা একখান উক্তি। তিনি বলেন, "সোজাসাপটা কথা এই যে, যদি আপনার কাছে বই পড়ার সময় না থাকে, তাহলে আপনার নিকট বই লেখারও সময় (বা উপাদান) নেই।" উক্তিটির বাস্তবতা আসলেই সত্য।
বইটিতে লেখালেখি উপকারের জন্য মোট দশটি উপায় বর্ণনা করা হয়েছে। এর মধ্যে লেখিকা প্রথমেই আলোকপাত করেছেন 'বই পড়া' নিয়ে। আপনি যদি না-ই পড়েন, তাহলে আপনি লিখবেন কি করে? প্রিয় কবি আল-মাহমুদকে জিজ্ঞেস করা হয়েছিল, লেখালেখির জন্য কোনটা বেশি জরুরি? তিনি জবাবে বলেছিলেন, পড়ো, পড়ো এবং পড়ো। লেখিকা বই পড়ার এই অধ্যায়ে বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন, এর ভেতর অন্যতম হচ্ছে, 'ভালো লেখা ও খারাপ লেখার মধ্যে পার্থক্য কী?' আপনি পড়া শুরু করলেই এ পার্থক্য বুঝতে পারবেন।
বাকি নয়টি উপায় হচ্ছে : লেখা, রিভিশন, ব্যাকরণ, দক্ষতা, প্রক্রিয়া, মন্তব্য, সরঞ্জাম ও রিসোর্স ম্যাটারিয়াল, সৃজনশীলতা ও অনুপ্রেরণা এবং সম্প্রদায়, প্রকাশনা শিল্প ও পাঠক।
বইয়ের তিনটি পয়েন্ট আমাকে খুব বেশি উৎসাহিত করেছে, আমি শিখেছি কী করে লেখালেখির দক্ষতা বাড়ানো যায়। বই পড়া, রিভিশন এবং সৃজনশীলতা ও অনুপ্রেরণা। তিনটি অধ্যায় থেকে আমি কুড়িয়েছি কঠিন অধ্যবসায়ের পাথেয়। আশা করি, নিয়মগুলো প্রতিদিন অনুশীলনের মাধ্যমে নিজেকে আগামীর জন্য প্রস্তুত করতে পারব। লিখতে পারব কালজয়ী লেখকের মতো পাঠকপ্রিয় কিছু বই।
প্রকাশকের সমীপে : ________________ বইটি বেশ কিছু জায়গায় বানানবিভ্রাট আছে। সম্পাদনার ক্ষেত্রে আরও ভালো করা যেত বলে মনে করি। বইয়ের বাইন্ডিং, কাগজের মান ছিল খুবই কোয়ালিটি সম্পন্ন। প্রজন্ম পাবলিকেশন ইতিমধ্যে সেরা কিছু বই প্রকাশ করেছে। দুআ রইলো এ ধারাবাহিকতা যেন আগামীতেও জারি থাকে।
বই পরিচিতি : ___________ বই : লেখা ভালো করার ১০টি উপায় লেখক : মেলিসা ডোনোভান অনুবাদ : জহিরুল হক অপি প্রকাশক : প্রজন্ম পাবলিকেশন মুদ্রিত মূল্য : ৩০০৳ পৃষ্ঠা সংখ্যা : ১৬০
Read More
Was this review helpful to you?
By Tanjina Akter Nila ,
22 Oct 2021
Verified Purchase
আমি লেখালেখি করতে খুব ইচ্ছুক, কিন্তু আমি লিখতে গিয়ে থমকে যাই। আমার কলমে শব্দেরা ঠিক ধরা দেয় না। অথবা কিছু লিখলেও সেগুলো আমার নিকটই মানসম্মত মনে হয় না। আমি এগুলো থেকে রক্ষার উপায় এর দেখাও পাইনি। আমি আসলে খুঁজাখুজিও তেমন করিনি। তবে কিছু দিন আগে অনলাইনে আমার নিউজফিডে "লেখা ভালো করার ১০টি উপায়" বইটির সন্ধান পাই। বইটি সংগ্রহ করে ইতি মধ্যে আমি বইটি পড়েও ফেলেছি। পড়ে এখন মনে হচ্ছে এই বইটি অন্যদেরও হয়তো অনেক কাজে দেবে, আর তাই এইলেখা লেখি। আমার মতে আপনি যদি একজন লেখক হন, বা লেখক হতে চান আর আপনি যদি আপনার নিজের লেখার মান উন্নয়ন করতে চান!
বইটি যে কারণে আমার নিকট বেস্ট মনে হয়েছে-
বইটিতে প্রদত্ত উপায়গুলোর একটি হলো 'বই পড়া'। আপনি একজন ভালো লেখক হতে চাইলে আপনাকে অবশ্যই বই পড়তেই হবে। আর বই পড়লেই হবে না, পড়ার সময় কিছু বিষয়ের প্রতি খেয়ালও করতে হবে। লেখক কিভাবে কত কঠিন বিষয় তারা কত সহজ ভাবে তুলে ধরেছেন। আপনাকে অধিক বই পড়তে হবে আর অধিক বই পড়ার মাধ্যমে আপনি একজন লেখকের দৃষ্টি দিয়ে পড়া শিখবেন। আবার শুধু নিদির্ষ্ট কোনো বিষয়ের উপর বই পড়লে হবে না। আপনাকে সব বিষয়ের বই পড়তে হবে কেননা বই পড়া হচ্ছে লেখাকে সমৃদ্ধ করে তোলার অত্যন্ত কার্যকরি একটি উপায়।
বইটিতে প্রদত্ত আরো একটি উপায় হলো 'লেখা' চর্চা ছাড়া কোন কাজেরই উন্নতি করা সম্ভব না। আপনি যদি লেখক হতে চান, তাহলে আপনাকে শুধু বই পড়ে,লেখা নিয়ে চিন্তা করে আর লেখা নিয়ে আলোচনা করলে হবে না। আপনাকে অবশ্যই লিখতে হবে৷ চর্চাই মানুষকে অভিজ্ঞ আর দক্ষ করে তোলে। যে বিষয়টি একজন পেশাদার লেখককে ভবিষ্যৎ লেখকদের মধ্যে আলাদা করে সে বিষটা আসলে মেধা নয়! বিষয়টি হলো অঙ্গীকার। কোনো কিছু নিয়ে এগুতে হলে আপনার এ নিয়ে অঙ্গীকার থাকা চাই। এটা লেখার ক্ষেত্রেও প্রযোয্য।
আর একটি উপায় হলো 'মন্তব্য' সমালোচনাকে সঠিক ভাবে গ্রহন করা হলে তা আপনার লেখার ক্ষতি করার থেকে অধিক উপকার করে থাকে। আসলে সমালোচনা তখনই আপনার লেখার ক্ষতি করবে, যদি আপনি তাকে ক্ষতি করতে দেন। সমালোচনায় আপনার লেখাকে উন্নত করার আইডিয়া অন্তর্ভুক্ত থাকে - যেসব আপনার মাথায় আসেনি। একজন ভালো সমালোচনাক ব্যাকরণ ও বানানগত ভুলগুলো ধরিয়ে দেবেন, যা আপনার নজর এরিয়ে গিয়েছিল।
এছাড়াও "লেখা ভালো করার ১০টি উপায়" বইটিতে এ বিষয়ে আরো অনেক দারুন উপায় বলা আছে। আমার নিকট বেস্ট মনে হয়েছে বইটি।