অনলাইনভিত্তিক ভ্যাট ব্যবস্থা চালু হবার পর থেকে অনলাইনে দাখিলপত্র পেশ করা ব্যবসায়ীদের মধ্যে নতুন একটা চ্যালেঞ্জ ছিল। অনলাইনে দাখিলপত্র পূরণ সংক্রান্ত পর্যাপ্ত ধারণা না থাকার কারণে মাঠ পর্যায়ে যখন এ নিয়ে নানান জটিলতা সৃষ্টি হচ্ছিল, ঠিক তখনই দাখিলপত্রকে সকলের নিকট সহজবোধ্য করে তোলার লক্ষ্যে বাজারে আসে “এ হ্যান্ডবুক অন ভ্যাট রিটার্ন সাবমিশন”।
সুনির্দিষ্টভাবে দাখিলপত্রের নোটভিত্তিক ও অংশভিত্তিক স্পষ্ট আলোচনা ও প্রায়োগিক উদাহরণসহ উপস্থাপনের মাধ্যমে বইটি সন্নিবেশিত। যার ফলে দাখিলপত্র পূরণ সংক্রান্ত ভীতি দূরীকরণ ও দাখিলপত্র পূরণকে সহজীকরণের মাধ্যমে বইটি সকলের মাঝে হতে পারে এক নির্ভরতার প্রতীক।
ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হবার অংশ হিসাবে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ অনলাইন ভ্যাট ব্যবস্থা হিসেবে যাত্রা শুরু করে, যার মূল লক্ষ্য ছিল ঘরে বসে দাখিলপত্র পূরণ করে অনলাইনে পেশ করা। আর দাখিলপত্রকে সহজবোধ্য করে তোলে অনলাইন ভ্যাট ব্যবস্থাকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে আবারও আসছে “এ হ্যান্ডবুক অন ভ্যাট রিটার্ন সাবমিশন” বইটির চতুর্থ সংস্করণ। বিগত সংস্করণগুলোর করণিক ত্রুটি সংশোধনের পাশাপাশি এবারের নতুন সংযোজন হচ্ছে—রেয়াত সম্পর্কিত বিশদ আলোচনা এবং রেয়াত নিয়ে উদাহরণ বা গাণিতিক সমাধান।
বইটি পাঠ করলে দাখিলপত্র পূরণে এবং রেয়াত নিয়ে আর কোনো ভীতি বা জটিলতা থাকবে না বলে আমরা আশাবাদী। বইটির চতুর্থ সংস্করণটি আরও সহজ, প্রাঞ্জল, সুন্দরভাবে উপস্থাপনের যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। আইনের নানান দিক পরিবর্তনের সাথে সাথে পরবর্তীতে বইটিতে আরও প্রয়োজনীয় দিক সংযোজনের চেষ্টা অব্যাহত থাকবে।
পরিশেষে, অশেষ ধন্যবাদ জানাই প্রিয় পাঠকগণকে এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের, যারা বিভিন্নভাবে সহযোগিতা, সাহস ও উৎসাহ যুগিয়েছেন। তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।