Qur’an is not a book of Science, but a book of ‘Signs’। কোরআনে নানা ভাবে আমাদের চারপাশের বৈজ্ঞানিক তথ্যগুলো যেভাবে উপস্থাপনা করা হয়েছে তা গভীরভাবে বিশ্লেষণ করলে যে কেউ মানতে বাধ্য হবেন যে, কোরআন আসলে মহান আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য প্রেরিত এক মহাগ্রন্থ। বিশেষ করে ভ্রূণত্তত্ব, মেডিকেল সাইন্স, ছোট ছোট সূরাগুলোর গাণিতিক বিন্যাস, আয়াতের মধ্যে লুকিয়ে থাকা কোড ইত্যাদি কোরআনের বিস্ময়কর মুজিজারই প্রকাশ। মহান আল্লাহ নিজেই বলেন- “এ কিতাব সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে অবতীর্ণ। এতে কোনো সন্দেহ নাই।” (সাজদাহ, ৩২ঃ ০২)
Qur’an is not a book of Science, but a book of ‘Signs’। কোরআনে নানা ভাবে আমাদের চারপাশের বৈজ্ঞানিক তথ্যগুলো যেভাবে উপস্থাপনা করা হয়েছে তা গভীরভাবে বিশ্লেষণ করলে যে কেউ মানতে বাধ্য হবেন যে, কোরআন আসলে মহান আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য প্রেরিত এক মহাগ্রন্থ। বিশেষ করে ভ্রূণত্তত্ব, মেডিকেল সাইন্স, ছোট ছোট সূরাগুলোর গাণিতিক বিন্যাস, আয়াতের মধ্যে লুকিয়ে থাকা কোড ইত্যাদি কোরআনের বিস্ময়কর মুজিজারই প্রকাশ। মহান আল্লাহ নিজেই বলেন- “এ কিতাব সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে অবতীর্ণ। এতে কোনো সন্দেহ নাই।” (সাজদাহ, ৩২ঃ ০২)
ডাঃ সৈয়দ শামসুল আরেফিন (সানি), ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন ২০০৩ সালে। এরপর ঢাকা মেডিকেল কলেজ থেকে রেডিওলজী বিষয়ে এম.ডি ডিগ্রী সম্পন্ন করে সরকারী এবং বেসরকারী বিভিন্ন হাসপাতালে দায়িত্বপালন করছেন। কোরআনের মধ্যে লুকিয়ে থাকা বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য তাকে আকর্ষণ করত। তিনি এ বিষয়ে ব্লগ এবং ফেইসবুকে লিখালেখি করছিলেন। এসব লিখালেখির অংশ বিশেষ নিয়েই বইটি রচিত। পাঠকদের মনে চিন্তার খােরাক যােগাবে ইন-শা-আল্লাহ।