কবিতা হলো শব্দের সুসমন্বিত হৃদয় আবেগের প্রকাশ। কবিতা এক অনুভবের শিল্প। কবিতার শব্দের ধ্বনি বা শব্দের আকৃতি কান বা চোখ দিয়ে প্রবেশ করে পাঠককে মোহাচ্ছন্ন করে ফেলে। কখনও করে উত্তেজিত, কখনও করে আপ্লুত, কখনও করে প্রেমাশক্ত! সওকাত ওসমান একজন সচেতন ও সুদক্ষ শব্দের কারিগর। শব্দের শক্তির সাথে পাঞ্জা লড়ে শব্দকে মুঠোয় ভরে নিয়েছেন বিষ্ময়করভাবে। আসলে কাব্যপ্রতিভা এমনই। দূর থেকে আমাদের জন্য যা অকল্পনীয় কবিরা তা অনায়াসে বাস্তবায়ন করে দেখাতে পারেন। শরজাল! বইটির নামকরণ নিয়ে পাঠককে একটু ভাবনার মধ্যে পড়তে হবে। সময়ের সাথে সাথে ভাষা বা শব্দের পবিবর্তন ঘটলেও কিছু কিছু শব্দের আবেদন দীর্ঘস্থায়ী। এসব শব্দের মধ্যে রয়েছে যেমন কাব্যময়তা তেমনি রয়েছে ব্যঞ্জনা। তেমনি একটি শব্দ বেছে নিয়েছেন কবি। শরজাল হলো তিরবিদ্ধ! আদি কবি বাল্মীকির কবিতার উৎপত্তিও হয়েছিল তিরবিদ্ধ পাখির বেদনা দেখেই। প্রেমের গুপ্তসুপ্ত হাহাকার, নির্লজ্জ সমাজের নগ্নতা, মাটিমগ্ন মৌনতা, দেশ আর জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবির কবিতাগুলো পত্রপল্লব ছড়িয়েছে বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায়। চিত্রকল্প, উপমা আর অন্তমিলের নান্দনিক প্রয়োগ কবিতাকে ও কবিকে করেছে স্বতন্ত্র ও প্রদীপ্ত। সওকাত ওসমানের মুদ্রিত এ কবিতাগুলো প্রলুদ্ধ করবে না, করবে পাঠকচিত্ত প্রশান্ত।