ফ্রিল্যান্সারের গল্পকথা বইটিতে অনলাইন ফ্রিল্যান্সারের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা এবং সমসাময়িক সমস্যাগুলো গল্প আকারে তুলে ধরা হয়েছে। গল্পগুলো এমনভাবে লেখার চেষ্টা করা হয়েছে যেন পাঠক বোরিং ফিল না করেন। বইটিতে ফ্রিল্যান্সিং থেকে কীভাবে ইনকাম করা যায়, এমন ধরনের অবাস্তব কোনো কিছু নিয়ে আলোচনা করা হয়নি। কাজেই এই উদ্দেশ্য নিয়ে কেউ যদি বইটি পড়েন, তবে আশাহত হবেন। কাজেই এই ব্যাপারে আগেই সাবধান করছি। কেউ যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে এবং ফ্রিল্যান্সারদের সম্পর্কে জানতে চান তবে বইটি হয়তো কাজে আসতে পারে। আর যারা ইতোমধ্যে ফ্রিল্যান্সিং করছেন তারাও বইটি পড়ে আনন্দ পেতে পারেন। শুধুমাত্র সাহিত্য হিসেবেও বইটি পড়া যেতে পারে। বেশিরভাগ গল্প বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে রূপকের আশ্রয় নেয়া হয়েছে। প্রাইভেসির কারণে কোনো ফ্রিল্যান্সারের নাম উল্লেখ করা হয়নি। তবে কারও জীবনের সাথে যদি কোনো ঘটনা মিলে যায় তবে সেটা কাকতালীয় ব্যাপার মাত্র। বইটিতে কাউকে হেয় বা ছোটো করা হয়নি। শুধুমাত্র বাস্তব ঘটনা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কাজেই কোনো ধরনের বিতর্ক না করে খোলা মনে বইটি পড়ার আহ্বান জানাচ্ছি। আশা করি বইটি আপনার অবসর সময়কে আরও আনন্দময় করবে।
গোলাম কামরুজ্জামান একজন ফুলটাইম ফ্রিল্যান্সার, লেখক এবং উদ্যোক্তা। আপওয়ার্ক এবং ফাইভার মার্কেটপ্লেসে টপরেটেড ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন। ফুলবাড়িয়া, ময়মনসিংহের গ্রামের বাড়িতে বসে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি নিজস্ব অফিসে গ্রামের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ প্রদান করেছেন। তাদের কয়েকজনকে নিজ প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার মাধ্যমে সমাজের বেকারত্ব নিরসনে ভূমিকা রেখেছেন। ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি ২০১৪ সাল থেকে ফ্রিল্যান্সিং এবং সমসাময়িক বিষয় নিয়ে ফেসবুকে এবং নিজস্ব ব্লগ zamantalk.com- এ লেখালেখি করে আসছেন। বাংলাদেশের সব থেকে বড় ফেসবুক ফ্রিল্যান্সিং গ্রুপ Fiverr Bangladesh-এর এডমিন হিসেবে শুরু থেকেই দায়িত্ব পালন করে আসছেন। চেষ্টা করে যাচ্ছেন লেখালেখির মাধ্যমে হলেও নতুনদের ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে সঠিক গাইডলাইন দেওয়ার। তার একান্ত ইচ্ছা নিজের প্রতিষ্ঠান কে আরও বড় করে আরও বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, পাশাপাশি দেশ ও সমাজের সেবার কাজে নিজেকে নিয়োজিত করার। ট্রাভেলিং তার অন্যতম শখ। ইতোমধ্যে কয়েকটি দেশ ভ্রমণ করেছেন, ইচ্ছা আছে সুযোগ পেলে দেশে-বিদেশ ঘুরে দেখার, স্বপ্ন দেখেন ফুল টাইম ট্রাভেল ব্লগার হবার। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এক ছেলে এবং তিন মেয়ের জনক।