"ডিজিটাল বিশ্বে সব কিছুকেই পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনযোগ্য হতে হয়। স্থবিরতার কোন স্থান সেখানে নেই এবং আপাতদৃষ্টিতে অনিয়ন্ত্রণযোগ্য পরিস্থিতিকেও সুকৌশলে নিয়ন্ত্রণে আনতে হয়। নতুন বিশ্বের নতুন নিয়মের মধ্যে ধীরে ধীরে আমাদের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে—ব্র্যান্ড কি এখনও আগের মত সদা বিরাজমান শক্তি হিসেবে টিকে রয়েছে? ব্র্যান্ড কি এখনও প্রাসঙ্গিক নাকি সেটি একটি পুরনো আমলের ধ্যান ধারণার মত, যেটি ধীরে ধীরে বাস্তবতার সাথে যোগসূত্র ছিন্ন করে ডিজিটাল মন মানসিকতার কাছে তার মসনদটি ছেড়ে দিচ্ছে? এই সন্দেহ দূর করাই এই বইয়ের মূল উদ্দেশ্য। এই বইটি লেখা হয়েছে নতুন প্রজন্মের তরুণ ব্র্যান্ড কর্মকর্তাদের জন্য। তারা জানেন কীভাবে টাকাপয়সা খরচ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ক্যাম্পেইন তৈরি করা যায়, কিন্তু জানেন না যে কীভাবে একটি সুদৃঢ় ব্র্যান্ড প্রতিষ্ঠিত করতে হয়। তাদেরকে ২টি বিদ্যাই জানতে হবে। যখন ব্র্যান্ডের দুনিয়া ডিজিটাল পৃথিবীর সঙ্গে সমন্বিত হয়, তখনই আলাদিনের চেরাগের দৈত্যের মত সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। "মার্কেটিং— মানব মনের গভীর আবেগ-অনুভূতি, ভালো লাগা-খারাপ লাগা, চাহিদা-অপূর্ণতা-তৃপ্তি নিয়ে কাজ করা অসাধারণ এক বিষয়। আধুনিক পৃথিবীর প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানের কেন্দ্রে থেকে মার্কেটিংয়ে কাজ করে ভোক্তার অপূর্ণ চাহিদা বের করে আনা থেকে শুরু করে তাকে সফল ও প্রতিষ্ঠানের জন্য লাভজনকভাবে পূর্ণ করা পর্যন্ত। ব্যবসার ভাষায় বললে পুরো ভ্যালু চেইন নিয়ে। জটিল, সময়সাপেক্ষ, প্রচণ্ড বুদ্ধির মারপ্যাঁচের এ কাজ কিন্তু মোটেও সোজা নয়; বরং পদে পদে মার্কেটিয়ারদের পড়তে হয় নানান চাপে— বাহ্যিক ও অভ্যন্তরীণ দুভাবেই। ফলে হয় নানান ভুল-ভ্রান্তি। এড়িয়ে যায় অনেক বিষয়, যা হয়তো সাময়িকভাবে ঠিক মনে হলেও দিনশেষে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এ বইটিতে সে রকম কিছু ঘটনাই বলা হয়েছে, যার প্রতিটিই বাংলাদেশের মার্কেটিং দুনিয়ায় ঘটে যাওয়া পর্যবেক্ষণ থেকে লেখা। এ দেশে দেশীয় মার্কেটিং কেস স্টাডি বা পর্যবেক্ষণ নিয়ে বাংলায় তেমন কোনো প্রফেশনাল বই নেই। সে ক্ষেত্রে এ বইটি নতুন একটি পদক্ষেপ বলাই যায়। "Few have the appetite to learn and even fewer have the courage to write and transfer the knowledge to others. Faisal is one of those rare professionals who has this ability to describe tough situations in simple terms. He has worked with three great brands in his career. Grameenphone, Berger Paints