এখনও কোথাও মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, দেশপ্রেম, এসব নিয়ে কথা উঠলে আমাদের তরুণ- প্রজন্ম দুই ভাগে বিভক্ত হয়ে যায়।দেশের পক্ষের ভাগটা তুলনামূলক ছোট। আমাদের প্রজন্মের একটা বড় অংশ এখনও মনের ভেতরে পাকিস্তান প্রেমকে লালন করে, তারা মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে তর্ক জুড়ে দেয়, শহীদের সংখ্যা ত্রিশ লক্ষ নয় বরং তিন লক্ষ প্রমাণ করার জন্য উঠেপড়ে লাগে। তাদের এমন ধারণা যে তিন লক্ষ শহিদ প্রমাণ করতে পারলে তাদের ভালবাসায় পুষ্ট পাকিস্তান যেন দায় মুক্ত হয়ে যায়, কলঙ্কের কালি মুছে যায় নিমিষে, কোন অপরাধ থাকেনা, নিষ্পাপ হয়ে যায় হায়েনার দল। তারা কোনোভাবে তাদের অহেতুক যুক্তি দিয়ে স্বাধীনতার পক্ষের লোকজনকে দুর্বল করতে পারলে বিজয়ীর হাসি দেয়। আমি অবাক হই যখন আমারই দশজন বন্ধুর সাথে এ বিষয়ে কথা উঠলে একজনকেও স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতার পক্ষে, দেশের পক্ষে, পাওয়া মুশকিল হয়। অনেকে তখন এড়িয়ে যায় বা অস্পষ্টভাবে গুনগুনিয়ে যায়। এগুলোর একমাত্র কারণ হলো দেশপ্রেমের অভাব। দেশ প্রেমের অভাবের কারণেই আমাদের প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রতি মুক্তিযোদ্ধাদের প্রতি বিরূপধারণা নিয়ে বড় হয়েছে। নতুন প্রজন্মও একই বোধ নিয়ে বড় হচ্ছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজনকে শত্রু ভাবছে। বিত্ত বিহনে বইটির মূল চরিত্রে থাকা ছেলেটি মুক্তিযুদ্ধের প্রতি বিরূপ ধারণা নিয়ে বড় হয়েও একটা সময় সে গভীর দেশপ্রেম অনুভব করে এবং তার মধ্যে যে দেশপ্রেম জাগ্রত হয়েছে তা সমগ্র তরুণ সমাজের কাছে পৌঁছে দেয়ার জন্য চলে তার গভীর প্রচেষ্টা।এবং সে একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েও পরিবারের দুঃখ দুর্দশার সাথে সমাজ ও সময়ের সাথে পাল্লা দিয়ে টিকে থাকার জঞ্জাল কাটিয়ে এবং অর্থনৈতিকভাবে বিপর্যস্ত থেকেও নিজের ভিতরে যে দেশপ্রেম নিয়ে বেঁচে আছে তা এদেশের সকল তরুণ প্রজন্মের কাছে যেন পৌছে যায় যে, কিভাবে তরুণ প্রজন্মকে ছোট থেকেই দেশের সঠিক ইতিহাস জানানো যায় এবং তাদের ভেতর দেশপ্রেম জাগ্রত করা যায়, সে পথ সে দেখাতে চায়। এবং তার নড়বড়ে অবস্থার মধ্যেও সে দমে যায়নি। তার অর্থনৈতিক অস্বচ্ছল পরিস্থিতি তাকে একটুও থামিয়ে দিতে পারেনি। বরং তার নিজের ভেতরে যেভাবে দেশ প্রেম জাগ্রত হয় ঠিক সেভাবে সে পথ তরুন প্রজন্মকে দেখিয়ে দিতে তার সংগ্রাম। উপন্যাস তার নিজ গতিতে এগিয়ে গেলেও আমি এ ছোট্ট মেসেজটা বিত্ত বিহনে উপন্যাসের মাধ্যমে তরুন প্রজন্মকে দিয়ে যেতে চেষ্টা করেছি। এবং এই বইতে একটা মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর আচার-ব্যবহার মানসিক অবস্থা সবকিছু তুলে ধরার কিঞ্চিৎ চেষ্টা করেছি। বলতে পারেন বিত্তবিহনে প্রেম ভালোবাসার অবস্থান কোথায়? হ্যাঁ এই বইতে পাঠক একটি আবেগ জড়িত ভালোবাসার গল্প ও দেখতে পাবে, আশাকরি বইটি পাঠকদের ভালো লাগবে।