হাস্যরস : ইংরাজী সাহিত্যে হাস্যরস মূলত চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে— (1) humour (2) wit ( 3 ) satire (8) irony. এর সঙ্গে কেউ কেউ pun কেও যুক্ত করেছেন। তবে হাস্যরসের এই বিভাগগুলির মধ্যে humour হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যিনি humouist তিনি সমাজের নানা অসঙ্গতি অনাচার ও বৈষম্যকে চোখে আঙ্গ ল দিয়ে দেখিয়ে দেন, কিন্তু কাউকে তিনি সরাসরি আক্রমণ করেনা না, কারও প্রতি তিনি কোন বিদ্বেষ মনোভাবও পোষণ করেনা না। এক উদার ক্ষমাসুন্দর দৃষ্টির অধিকারী তিনি। যিনি যথার্থ humourist তিনি কখনও নিজেকে উচ্চমার্গে বিচরণশীল মানুষ বলে ভাবেন না। তিনি নিজেকে একাত্ম করে দেন তাদের সঙ্গে যাদের নিয়ে তিনি হাস্যরস সৃষ্টি করছেন। সেখানে লেখক ও পাঠক সমপর্যায়ভুক্ত হয়ে যান। তখন হাস্যরস হয়ে ওঠে শুভ্র নির্মল। সেজন্যই হাস্যরসকে গ্রীক দেবতা এ্যাপোলোর সুন্দর মুখের হাসির সঙ্গে তুলনা করা হয়ে থাকে। তাছাড়া humourist রা কখনও কখনও আপাত হাস্যরসের অন্তরালে মানব জীবনের গভীর বেদনার রূপকে ফুটিয়ে তোলেন। উচ্চকিত হাসির মধ্য দিয়ে সমাজ জীবনের গভীর ক্ষতকে আমাদের সামনে উপস্থিত করেন। কিন্তু সেই ক্ষত নিরাময়ের দায়িত্ব তিনি নেন না। দোষ ত্রুটি অসঙ্গতি দেখিয়ে দেওয়াই তার কাজ—সমাধান করা নয়।