চট্টগ্রামের আঞ্চলিক ভাষার মহা শব্দভান্ডারের অনেক মূল্যবান শব্দ সমষ্টির উপাদান সমৃদ্ধ প্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক আচার অনুষ্ঠান ইত্যাদি কালের পরিক্রমায় বিলুপ্তির পথে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে চট্টগ্রামের আদি আঞ্চলিক রুপ বিলুপ্তির আশংকা অমূলক নয়। ছন্দ শ্লোকে অনন্য চট্টগ্রাম চট্টগ্রাম আঞ্চলিক ভাষার আদি শব্দ সম্ভার ও জীবনধারার মৌলিকত্ব বিলুপ্তির রাহুগ্রাস থেকে বাঁচিয়ে রাখার দুরূহ প্রয়াস। | ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মানব শিশুর ক্রন্দনের ভাষা পৃথিবীতে তার আগমন বার্তা জানান দেয়। নির্বাক পৃথিবী বিস্ময়ে অবলােকন করে মানুষের ভাষার বৈচিত্রময় গতিধারা। শৈশব, কৈশোর, যৌবন ও বার্ধক্যের শেষ প্রান্ত পর্যন্ত একেক রূপে একেক আঙ্গিকে মানুষ ও ভাষার অনন্তযাত্রা রোধের শক্তি কারো নেই। মানুষ ও ভাষা এক আঙিনার দুই বাসিন্দা। একে অপরকে ছাড়া চলতে পারে না। তাদের জন্ম ও মৃত্যুক্ষণ এক ও অভিন্ন, পারস্পরিক বােঝাপড়া যেন এক মহাবিস্ময়। তাদের মতো সুখেদুখে, আপদে বিপদে আনন্দ বেদনায় একে অপরকে বুঝে শুনে আত্মপ্রকাশের ক্ষমতা স্রষ্টা কোন প্রেমিক যুগলকেও দিয়েছেন কিনা আমার জানা নেই। মানুষের জীবনীশক্তি লোপ পেলে শেষ নিশ্বাসের সাথে তার বিশ্বস্ত বন্ধু আত্মার পরম আত্মীয় মুখের ভাষারও সহমরণ ঘটে।