‘গল্পকার’ বাংলা ভাষার একমাত্র গল্পবিষয়ক মাসিক পত্রিকা। জানুয়ারি ২০১৫ থেকে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে। ১৯৭১ সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর মাসিক ‘গল্পকার’ একমাত্র গল্পবিষয়ক মাসিক পত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছে। সাহিত্যচিন্তা ও প্রকাশনা শৈলির জন্য এরই ভেতর বাংলা ভাষাভাষী নবীন-প্রবীণ সাহিত্যানুরাগী পাঠকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ, ভারত ও বিশ্বের বাংলা ভাষার পাঠকের কাছে ‘গল্পকার’ বেশ সমাদৃত হয়েছে। এর চাহিদা বাড়ছে উত্তরোত্তর। প্রথিতযশা লেখকদের পাশাপাশি কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের লেখকরা ‘গল্পকার’ এ লিখছেন এবং পড়ছেন। দেশ-বিদেশের বিখ্যাত সাহিত্যিকদের গল্প, শিল্প-সাহিত্যের সাধারণ জ্ঞান, এবং পুরো মাসের শিল্প-সাহিত্য সংবাদ নিয়মিত থাকার কারণে ইতোমধ্যে সারা দেশের অনেকেরই জ্ঞান-বিনোদন এবং সংগ্রহের প্রিয় মাসিক কাগজ হয়েছে ‘গল্পকার’। আমরা চাই যুবসমাজ অস্ত্রের পরিবর্তে হাতে বই ও কলম তুলে নিক। পরিবার, সমাজ, রাষ্ট্র পরিবর্তনে এবং মানবিক মূল্যবোধ বিকাশে লেখনী হয়ে উঠুক প্রধান হাতিয়ার। প্রতিবাদ এবং পরিবর্তনের ভাষা হোক লেখনী। আপনিও লিখুন এবং পড়ুন ‘গল্পকার’