Davidson Based SBA বই FCPS পরীক্ষার আগের রাতে বসেও যে প্রশ্ন ব্যাংকটি সলভ করেছি তার ছবিটা আপনাদেরকে দেখাই। হ্যাঁ ছবিতে যেই বইটি দেখছেন এই বইটি আমার এফসিপিএস এর প্রিপারেশন এ ছিল অন্যতম এক সঙ্গী। কেনো? কারণটা একটু ভেঙ্গে বলি, যখন একটু Davidson পড়েই গায়ে একটা ভাব চলে আসতো ,ভাবতাম অনেক কিছু শিখে ফেলেছি তখনই বইয়ে প্রশ্ন সলভ করতে যেতাম । তখন বইটা সুন্দর করে দুই গালে চপেটাঘাত করে বলতো , বাছা ,এখনো তোমার এই এই টপিকটা শেখার বাকি আছে। কী আর করা ,তখন পড়ে ফেলতাম সেই টপিকগুলো । নিজের weak point কে খুঁজে বের করার থেকে ভালো টেকনিক পরীক্ষার আগে আর হতে পারেনা। আর এই টেকনিক এর জন্যে গুরুজী হতে পারে Davidson Based SBA বইটি। বইটিতে একদম রেফারেন্স সহকারে টপিক ধরে ধরে উল্লেখ করা আছে কোন কোন জায়গা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। তাই আপনার সলিড প্রিপারেশন এর জন্যে বইটি হবে অনন্য সহায়ক। আর পাশাপাশি, বইটির প্রশ্নের সংখ্যাও কিন্তু অনেক । সুতরাং ,SBA নিয়ে ভীতি কাটিয়ে উঠার জন্যে এই বইয়ের বিকল্প এখনো খুব কমই আছে। আর SBA মানে বুঝতেসি তো? 25 টা পটাপট প্রশ্ন দাগিয়ে ৫০ মার্কের নিশ্চয়তা কিন্তু এই SBA , SBA তে ভালো করলেন মানে FCPS এ ধামাকা রেজাল্ট ।