কৃষি অর্থনীতি অনেকগুলো পৃথক জ্ঞানের একটি সমন্বিত শাখা। কৃষির উৎপাদন, বিপণন, প্রতিষ্ঠান ও আধুনিকায়নের বিভিন্ন অর্থনৈতিক দিকে নিয়ে তাত্ত্বিক ও তথ্যভিত্তিক আলোচনা নিয়ে বাংলাভাষায় উল্লেখযোগ্য খুব বেশি প্রকাশনা নেই। অথচ বিশ্বব্যাপী জাতীয় বিকাশের স্বার্থে কৃষি অর্থনীতি বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পাঠ করা হয়।“বাংলাদেশের কৃষি অর্থনীতি: বিষয় ও বিশ্লেষণ” গ্রন্থটি বাংলাদেশে কৃষির উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্রবন্ধের একটি সুনির্বাচিত সঙ্কলন। বইটিতে কৃষি অর্থনীতি শিক্ষার ইতিহাস, পাঠক্রমের ক্রমবিকাশ ও গবেষণার সুযোগ সম্পর্কে তথ্যনির্ভর আলোচনা করা হয়েছে, একই সাথে বাণিজ্যিক কৃষির আলোচনায় প্রাণিসম্পদ, মৎস্য, ডেইরি, ধানের সঙ্গে মাছের চাষ, কৃষি সুরক্ষা, সেচ ও সৌরশক্তি ইত্যাদির প্রসঙ্গে মাঠ পর্যায়ের গবেষণাভিত্তিক বিশ্লেষণও তুলে ধরা হয়েছে। কৃষি ও কৃষকের অগ্রগতির জন্যে অপরিহার্য প্রাতিষ্ঠানিক উন্নয়ন যেমন, কৃষি পণ্য বিপণন ও মূল্য সহায়তা ব্যবস্থা, কৃষি বীমার অবস্থা, পারিবারিক খাদ্য নিরাপত্তা ও পুষ্টির অবস্থা, কৃষিতে নারী শ্রম ও মজুরি এবং কৃষকদের উৎপাদন সংগঠন প্রভৃতি বিষয়ে বিশদ আলোচনাও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে।“বাংলাদেশের কৃষি অর্থনীতি: বিষয় ও বিশ্লেষণ” বইটি কৃষি অর্থনীতি বিষয়ে আগ্রহী শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক, গণমাধ্যমকর্মী, উন্নয়ন সংস্থা, পরামর্শক, কৃষি সম্প্রসারণ কর্মীসহ সবার কাজে আসবে।