Summary:
ধুম করে সেদিন তৈরি সব Beard Balm সেল হয়ে গেলো। আর্জেন্ট কয়টা অর্ডার আছে, শপে ক্রেতা গিয়ে নিরাশ দাড়িতে ফেরত যাচ্ছে -- নাহ, অন্যসব কাজ ফেলে এটাই বানাই আবার, সেই ডিসিশন নিলাম। . ওয়ার্কপ্লেস সেদিন আম্মুর দখলে। তার এসিস্ট্যান্ট নিয়ে হামলা করেছে অগোছালো জায়গাটা মানুষ করার প্রয়াসে। কত করে বুঝাই এই ছড়ানো-ছিটানো পরিবেশেই সবচে সুন্দর করে খুঁজে পাই প্রয়োজনের জিনিসটা, কে শুনে কার কথা ? অগত্যা সেভাবেই কাজ শুরু করলাম। ভার্সিটিতে ল্যাবে আর যাই হোক, এটা অন্তত শিখায়েছে, সুক্ষ্ম ওজনের সময় বাতাস বইতে দেওয়া যাবে না আশেপাশে ( একবার ল্যাব চলাকালে ডাটা মিলে না, মিলেইইই না। স্যারদের কাছে বেদম ঝাড়ি। পরেরদিন অন্য গ্রুপ সেই কাজটা করার সময় দেখলাম ফ্যান-টা অফ রাখলো। একিউরেট মান! " তুম্রা পারলা না অথচ দেখো ওরা পেরে গেলো। একটা বোতল নিয়ে আসো, ওদের পা ধোয়া পানি... " ? ) । এই কাঠাল-পাকানো গরমে তাই ফ্যান-জানালা-দরজা অফ করেই মেজারমেন্ট শুরু করতে হলো ? . শুরুতেই অন্যতম মূল উপাদান, Cocoa Butter দিতে হবে। কোকোয়া বাটার দাড়ির গোড়াকে মজবুত করে, রুক্ষ্ম দাড়িকে করে নরম আর 'ফ্লাফি' । এরপরে দেব বিয়ার্ড অয়েলে ব্যবহৃত কিছু অয়েল, যেগুলো দাড়ির গোড়ার ন্যাচারালি প্রডিউজড অয়েলের সাথে খুব সামঞ্জস্যওয়ালা ; ফলে দাড়িতে চলে আসবে অনেকখানি ময়েশ্চার। দাড়িতে তেল মাখার সুন্নাহটাও পালন করা যাবে। একিউরেট মেজারমেন্টে এবার দিতে হবে এসেনশিয়াল অয়েল আর অর্গানিক স্পাইসি-বেইজ ; যেগুলো আরেকটু পুষ্টি এনশিওর ত করবেই, এর পাশাপাশি বিয়ার্ড-বামে নিয়ে আসবে একটা ম্যানলি স্মেল। পরিশেষে জমাট বিওয়াক্স (পুরোপুরি প্রাকৃতিক। সরাসরি সুন্দরবনের মৌয়ালদের থেকে সংগৃহীত) হিট দিয়ে তরল বানায়ে ঢেলে দিতে হবে মিশ্রণে। বিওয়াক্স দাড়ি [ কিংবা চুলকে ] একটা হেলদি শেইপ দিতে সাহায্য করে খুব, চকচকে বা শাইনি ফিল-ও নিয়ে আসে। . এবার সবচাইতে ক্রুশাল পার্ট। মিশ্রণকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় নিয়ে যাওয়া, দশমিকের পরে কয়েকটা শূন্য-ওয়ালা ব্যালেন্স মেশিনে বিয়ার্ডবামের এলুমিনিয়াম কৌটা রাখা, সেটায় খুব সাবধানতায় ঐ গরম অবস্থাতেই ৩০ গ্রাম ঢালা এবং সাথেসাথে কৌটাকে সরায়ে ফেলা [ গরম এলুমিনিয়াম ধরার অভিজ্ঞতা থাকলে প্যারাটা টের পাওয়ার কথা! ]। এভাবে প্রতিটা কৌটায় বিশুদ্ধ মেজারমেন্টে ৩০ গ্রাম করে তরল বাম ঢালা। মিশ্রণের তাপমাত্রা ক্ষণে ক্ষণে চেক করা, একটু ঠান্ডা হলেই পুনরায় হিট দেওয়া। সব কয়টা ঢালা হলে এবার ঠান্ডা হতে দেওয়ার পালা। সবশেষে কিউসি করে এরপরেই রেহাই মিলবে ! . ৩৮ টা বাম বানাতে সেদিন আড়াইঘন্টা চলে গেলো। কাজ শেষে ঘর্মাক্ত আমি যখন বেরুচ্ছি ওয়ার্কপ্লেস থেকে, আম্মুর দিকে তাকায়ে বুঝলাম, ছেলের ব্যাপারে মনোভাব পালটে গেছে তার। একটু পরেই খালাকে ফোন দিয়ে বলবে 'বুঝলি, তোর মেঝোভাইগ্না আর আলসে নেই! অনেক কাজ করে' ?
Ingredients: কোকোয়া বাটার, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, পিপারমিন্ট অয়েল, ন্যাচারাল ওয়াক্স, পেটিটগ্রেইন ,লেমন,বারগামো',জেরানিয়াম,কোরিয়েন্ডার,ক্লোভ, রোজ, ল্যাভেন্ডার, আইরিস, ক্ল্যারি সেইজ, পাচৌলি, ভেটিভার, সিভেট এবং ক্যাস্টোরিয়াম। Specification: |
Title: | BeardBros Lab Magnanimous Beard Balm - 30 gm |
Brand: | BeardBros Lab |
Product Weight | 30 gm |
Alcohol Free | Yes |
Category | দাড়ির যত্ন |