‘ক্রিকেট সমগ্র ’ বই এর ফ্যাল্পের লেখা কারও কারও কলমে ক্রিকেট হয়ে ওঠে সাহিত্য। বিশ্ববন্দিত ক্রিকেট-লেখক নেভিল কার্ডাস-এর কথা সকল ক্রিকেটপ্রেমীই জানেন। বাংলায় সরস, মজলিশি ভঙ্গিতে শঙ্করীপ্রসাদ বসু ক্রিকেট বিষয়ে পরপর এমন সব গ্রন্থ রচনা করেছিলেন, বাঙালির স্মৃতিতে যা অটুট। শীতের রোদ্দুর আর ক্রিকেট একদিন ছিল অপূর্ব উদ্যাপন। মাঠে জয়-পরাজয়ের লড়াইয়ে গল্প হয়ে উঠত এক-একজনের জেদ, আত্মত্যাগ, ভয়ংকর মনোভাব, উদাসীন আলস্য বা অবিশ্বাস্য ভেঙে পড়া। শঙ্করীপ্রসাদের লেখায় দেশ-বিদেশের বিখ্যাত চরিত্ররাই শুধু নয়, আছে বাংলার সুঁটে ব্যানার্জি, মন্টু ব্যানার্জি, এন চৌধুরীদের দাপটের কথাও। এমনই বহু স্মরণীয় এবং কৌতূহলোদ্দীপক তথ্য ও কাহিনি তাঁর অসাধারণ সব ক্রিকেট সাহিত্যগ্রন্থে। প্রকাশিত হল ইডেনে শীতের দুপুর, রমণীয় ক্রিকেট, বল পড়ে ব্যাট নড়ে, ক্রিকেট সুন্দর ক্রিকেট, নট আউট, সারাদিনের খেলা, লাল বল লারউড গ্রন্থগুলির সংকলন ‘ক্রিকেট সমগ্র'। নিছক সংবাদ বাসি হয়ে যায়, সাহিত্যে উত্তীর্ণ বলেই আজও ব্যঞ্জনাময় শঙ্করীপ্রসাদ বসুর অমূল্য এইসব রচনা। ‘ক্রিকেট সমগ্র’-এর মগ্ন পাঠক অবশ্যই অনুভব করবেন ‘ক্রিকেট সুন্দরের সীমানা'।
শঙ্করীপ্রসাদ বসু - বিশ শতকের বঙ্গসংস্কৃতির এই অগ্রণী ব্যক্তিত্বের জন্ম ২১ অক্টোবর ১৯২৮ হাওড়া শহরে। শিক্ষা হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন, রিপন কলেজ (বর্তমান সুরেন্দ্রনাথ কলেজ), প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়। আবাল্য রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সঙ্গে যুক্ত। ১৯৫০-এ বাংলা ভাষা ও সাহিত্যের এম.এ. পরীক্ষায় প্রথম।শ্রেণিতে প্রথম। শিক্ষকতা হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন, হাওড়া দীনবন্ধু কলেজ, হাওড়া গালর্স কলেজ, আমহাস্ট স্ট্রিট সিটি কলেজ, বঙ্গবাসী কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়। ১৯৯৩এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ি অধ্যাপকপদ থেকে অবসর গ্রহণের পর, আমৃত্যু রামকৃষ্ণ ইনস্টিটিউট অব কালচারের (গোলপার্ক) স্বামী বিবেকানন্দ আর্কাইভসের ডিরেক্টর এবং নিবেদিতা-চেয়ারে অধিষ্ঠিত। বাংলআ এবং ইংরাজীতে পঞ্চাশটিরও বেশি গ্রন্থের রগয়িতা এবং সম্পাদক। দেশী-বিদেশী পুরস্কারে সম্মানিত – সাহিত্য আকাদেমি পুরস্কার, বিবেকানন্দ পুরস্কার, আনন্দ পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার, শরৎ পুরস্কার (ভাগলপুর),জগত্তারিণী মেডেল, সরোজিনী বসু মেডেল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেকচারশিপ পুরস্কার (এশিয়াটিক সোসাইটি, কলকাতা), নিউইয়র্ক বেদান্ত সোসাইটি শতবার্ষিকী পুরস্কার ইত্যাদি। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের প্রথম সাম্মানিক ডিলিট। নিউইয়র্ক এবং লসএঞ্জেলেস বঙ্গসম্মেলনে দুবার নিমন্ত্রিত অতিথি। বঙ্গীয় সাহিত্য পরিষদের ট্রাস্টি। দীর্ঘ অসুস্থতার পরে ৬ জুলাই ২০১৪এ রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠানে ছিয়াশি বছর বয়সে প্রয়াণ।