কুরআনের শব্দাবলি লেভেল ২। বইটি লিখেছেন জোবায়ের আল মাহমুদ। এই বইটি আরবি ভাষা কোর্সের লেভেল-২ এর বই। পবিত্র কুরআনের ৭৫০০ শব্দ নিয়ে এই বইটি লেখা। সহজ উপায়ে আরবি ভাষা শেখানোর জন্য ‘কুরআনের শব্দাবলি লেভেল ২ ’ বইটি। পূর্ববর্তী লেভেল ১ ও এই লেভেল ২ বইটির সবগুলো শব্দ শিখে ফেললে কুরআনের ৯০ শতাংশ শব্দ শিখে ফেলতে পারবে। এই বইতে ব্যতিক্রম উপায়ে আরবি ভাষা শেখানো হয়েছে। কুরআনের প্রায় নব্বই ভাগ শব্দ কুরআনের শব্দাবলী বইতে ৩০০টি ক্রিয়াপদের রূপান্তর ও ৬০০টি অ-ক্রিয়াপদ রয়েছে যা শিখলে কুরআনের ৭৫০০ শব্দ শেখা হয়ে যায়। ব্যতিক্রম পদ্ধতি আরবি ভাষা শেখানোর ক্ষেত্রে এই বইটির পদ্ধতি কিছুটা ব্যতিক্রম। কুরআনের শব্দাবলি লেভেল-২ বইতে আরবি ভাষার ক্রিয়াপদের রূপান্তরগুলো দেওয়া হয়েছে। শুরুতেই যে শব্দগুলো কুরআনে বেশি ব্যবহৃত হয় সেই শব্দগুলো শেখানো হয়েছে। এরপর ধীরে ধীরে কম গুরুত্বপূর্ণ শব্দগুলো শেখানো হয়েছে। এতে যে কেউ সহজে ও স্বল্প সময়ে আরবি ভাষা শিখে ফেলতে পারবে। ছকাকারে শব্দাবলির অর্থ ক্রিয়াপদের অর্থ, ক্রিয়াপদের রূপান্তর, অ-ক্রিয়াপদের অর্থ এই তিন ভাগে বইটি লেখা হয়েছে । প্রতিটি ভাগে ছকাকারে শব্দের ক্রম, শব্দ, উচ্চারণ, অর্থ, কুরআনে এসেছে এই ৫ ভাগে ছক করে দেওয়া। কুরআনের শব্দাবলি (লেভেল - ২) বইতে ২০১ থেকে ৫০০ ক্রিয়াপদের অর্থ, ২০১ থেকে ৫০০ ক্রিয়াপদের রূপান্তর এবং ৪০১ থেকে ১০০০ অ-ক্রিয়াপদের অর্থ দেওয়া আছে। কুরআনের শব্দাবলি লেভেল ২ বইটি রচনার লক্ষ্য সহজ ও প্রাণবন্ত উপায়ে আরবি ভাষাকে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় করা। তাই এই বইটি পড়ে পবিত্র কুরআনের মর্ম অনুধাবণের সঙ্গে আরবি ভাষাও ভালোভাবে শেখা যাবে।
পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে, তুরস্কের উলুদাহ বিশ্ববিদ্যালয়ের কোরআন বিভাগে এবং গুমুশহানে বিশ্ববিদ্যালয়ের হাদীস বিভাগে। শিক্ষা, দর্শন ও রাজনীতি বিষয়ক ত্রৈমাসিক জার্নাল 'পুনর্পাঠ'-এর সম্পাদক হিসাবে বর্তমানে কাজ করছেন। এছাড়া দৈনিক ইত্তেফাকের 'ধর্মচিন্তা' পাতায় এবং অনলাইন প্লাটফরমগুলোতে নিয়মিত অনুবাদ ও লেখালেখি করেন। যোগাযোগ: [email protected]