কী আছে ‘সাংবাদিকতা অফলাইন অনলাইন’ গ্রন্থে সাংবাদিকতার সর্বশেষ ধরন, ধারণা ও প্রবণতা সর্ম্পকে বর্ণনা ও অনুপুঙ্খ বিশ্লেষণ রয়েছে সাংবাদিকতা অফলাইন অনলাইন গ্রন্থে। সমন্বিতভাবে সংবাদ উৎপাদন করে অর্থ উপার্জনের সৃজনশীল পথ, পন্থা, কৌশল ও ব্যবসা মডেল-এর ধারণা রয়েছে। সংবাদ অর্থনীতি, পঞ্চ-ই সাংবাদিকতা অর্থাৎ পরীক্ষামূলক সাংবাদিকতা, বাস্তব অভিজ্ঞতাসৃজনী সাংবাদিকতা, ব্যাখ্যামূলক সাংবাদিকতা, আবেগঘন সাংবাদিকতা এবং মিতব্যয়ী সাংবাদিকতা প্রভৃতি ধারণার উল্লেখ রয়েছে। সংবাদ কাহিনী বর্ণনার ট্রান্সমিডিয়া ও ক্রসমিডিয়া গল্পকথন, সাংবাদের নতুন সংজ্ঞায়ন, সমন্বিত সংবাদকক্ষ, এবং বিশ্বের বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমের উদ্ভাবনসমূহও উপস্থাপন করা হয়েছে এ গ্রন্থে। পাশাপাশি নতুন ধরনের সাংবাদিকতা ‘সমাধানকেন্দ্রিক সাংবাদিকতা’, ‘ইমবেডেড জার্নালিজম’ এবং ‘সংবাদ সংস্থা সাংবাদিকতা’ সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সাংবাদিকদের বেতন-ভাতা, সাংবাদিকতা পঠন-পাঠন ও পেশা, সাংবাদিকরা কোথায় প্রবেশ করতে পারে বা কোথায় পারে না তার আইনিগত বর্ণনা রয়েছে গ্রন্থে। রয়েছে সংবাদপত্র প্রতিষ্ঠাবার্ষিকীর আধেয়, সংবাদপত্রের মর্গ ও শ্রম-ফিচার সর্ম্পকে বিশ্লেষণ। সংবাদ মাধ্যমসমূহের জন্য প্রণীত সকল নীতিমালা রয়েছে। উন্নয়ন যোগাযোগের তত্ত্বসহ বাংলাদেশে উন্নয়ন যোগাযোগের অবস্থা এবং উন্নয়নে গণমাধ্যমসহ অন্যান্য যোগাযোগ মাধ্যমের ভূমিকার পর্যালোচনাও করা হয়েছে গ্রন্থে। ‘অনলাইন গণমাধ্যম নীতিমালা ও নিবন্ধন প্রক্রিয়া’ নামে নতুন একটি অধ্যায় যুক্ত করা হয়েছে ২০২২ সালের এই আপডেটেড দ্বিতীয় সংস্করণে।
মাহামুদুল হক একজন শিক্ষক, সাংবাদিক, গবেষক, লেখক, প্রশিক্ষক ও পলিসি পরামর্শক। বর্তমনে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপনা করছেন। শিক্ষকতায় যোগদানের পূর্বে তিনি ছিলেন ডেইলি স্টারের মেট্রো এডিটর। এর আগে তিনি সংবাদ সংস্থা ইউএনবিতে সহ-সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। যুক্তরাজ্যের এনজিও সিসিএ ও সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটি’র গবেষকও ছিলেন। সাংবাদিকতায় নতুন ধারণার উদ্ভাবন, ধারণায়ন ও পরিচিতকরণে তিনি কাজ করে চলেছেন। ২০০৬ সালে প্রতিষ্ঠিত অনলাইন সংবাদমাধ্যম ‘মিডিয়া ফর মিডিয়া’র প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক ছিলেন। এময় তিনি ‘ভার্চুয়াল সংবাদকক্ষ’ তৈরি করে অনলাইনে সংবাদ ব্যবস্থাপনা, সম্পাদনা ও বিতরণের নজির স্থাপন করেন। তিনি জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য। দেশি-বিদেশি গবেষণামূলক জার্নাল ও গণমাধ্যমে তাঁর প্রায় ২০০টি প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা, ইউএসএসহ বেশকিছু দেশে কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং সঞ্চালক হিসেবে দায়িত্বও পালন করেছেন। সহ-সম্পাদকসহ প্রায় এক হাজর সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। জাতিসংঘের সংস্থা ইউএনডিপি’র ব্যাবসা ও মানবাধিকার সংক্রান্ত জাতীয় পরামর্শকসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার পরামর্শক হিসেবে কাজ করেছেন।