আমরা যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি, আমরা দেখ—আমেনার কোল আলো করে জন্ম নেওয়া এক শিশু শৈশব-কৈশোর-যৌবন পেরিয়ে ৬৩ বছর বয়সে আয়িশার কোলে মাথা রেখে মৃত্যুবরণ করেন। এক নারীর কোল আলো করে জন্ম যার, অন্য নারীর কোলে মাথা রেখে মৃত্যুবরণ তাঁর। ঘরেই জন্ম, ঘরেই পরিসমাপ্তি। অথচ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অন্য সাধারণ জীবনের মতো ছিল না, তাঁর জীবনে জড়িয়ে ছিল এই উম্মাহর ভাগ্য। তাঁর কাধে ছিল নবুয়তের ভার। তিনি ছিলেন নবীদের সর্দার। তাওহিদের বিশাল দায়িত্ব আঞ্জাম দিতে গিয়ে না জানি কত বিপ্লব-বিস্ময়ের সম্মুখীন হয়েছেন তিনি! কিন্তু দিনশেষে এই মহান মানুষটিও ছিলেন ঘরের মানুষ। কারও পুত্র, কারও পিতা, কারও স্বামী, কারও আত্মীয়। অন্য দশটি আদমসন্তানের মতো ঘরের জীবনকেও তিনি যাপন করেছেন। কেমন ছিল তাঁর এই মহান জীবনের ঘরোয়া যাপন; 'ফুলের সংসার' বলছে তারই গল্প। 'কী সেই ঘরোয়া যাপনের গল্প যার কল্যাণে এত বড়ো দায়িত্ব মাথায় থাকার পরও তিনি ছিলেন শান্ত, সুস্থির, সদাহাস্য অনুপম এক মানুষ'—জানতে হলে পড়ুন 'ফুলের সংসার'। আর তারপর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আয়নায় নিজেকে যাচাই করে গড়ুন একান্ত নিজের 'ফুলবাগিচা।'
আলেমা, সৃজনশীল ও শক্তিমান লেখিকা। পিতা : মাওলানা মুশতাক আহমাদ খান। মুহতামিম : জামেয়া আরাবিয়া ইসলামিয়া ধনকান্দি, শাহপরান, সিলেট। খতীব : কেন্দ্রীয় জামে মসজিদ, বন্দরবাজার, সিলেট শিক্ষা : দাওরায়ে হাদিস, ২০০৭ খ্রি.,মাদরাসাতুল বানাত, উপশহর, সিলেট পেশা : গৃহিণী, জননী, তালিবে ইলম লেখালেখি : লেখেন প্রবন্ধ, ফিচারসহ শিশুতোষ গল্প। অনলাইনে চমৎকার লেখার পসরা সাজিয়ে রাখেন তাঁর টাইমলাইনে। যুগোপযোগী লেখায় তাঁর হাত বড্ড পাকা। বেশ দরদ নিয়ে লিখেন, যেন তপ্তঅশ্রু বেয়ে বেয়ে ঝরে পড়ছে তাঁর কলম থেকে। বাংলা গদ্যে দক্ষতা অসাধারণ। তাঁর বাক্যের বুনন ও কারুকাজ পাঠককে সম্মোহনী শক্তির মতো টানে। স্বপ্ন : প্রতিবেশী মুসলিম নারীদের সাথে নিয়ে সব ধরনের দ্বীনি ইলম অর্জন করা এবং এ চিন্তা ও কাজ ব্যাপকভাবে অন্যান্য মুসলিম নারীদের মধ্যে ছড়িয়ে দেওয়া। যাতে মায়েদের কোলে বেড়ে উঠতে থাকা ফুলশিশুরা হয় সভ্য পৃথিবীর পাহারাদার এবং যুগের অন্ধকারে দীপ্ত প্রদীপ। প্রকাশনা : প্রকাশিতগ্রন্থের সংখ্যা দুটি। একটি শিশুতোষ গল্পগ্রন্থ “কুরআনি গল্পগুচ্ছ” ও অপরটি গল্পের ধারায় লেখা সিরাত “মহানবী” —উভয়টিই রাহবার থেকে প্রকাশিত।